Advertisement
Advertisement

Breaking News

Robinson street horror

রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া আরামবাগে, মেয়ের দেহ আগলে বসে রইলেন বৃদ্ধা মা

শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Robinson street horror in Hooghly's Arambag । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:July 5, 2023 5:27 pm
  • Updated:July 5, 2023 5:27 pm  

সুমন করাতি, হুগলি: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার হুগলির আরামবাগে। মেয়ের দেহের সঙ্গে দিন কাটালেন বৃদ্ধা মা। তিনদিন ধরে মেয়ের দেহ আগলে রইলেন তিনি। শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরামবাগের গৌরহাটি এলাকায় বছর আটান্নর মেয়ে মাধুরী দত্তের সঙ্গে বাস বৃদ্ধা গীতাদেবীর। পাশেই তাঁর দাদার বাড়ি। বৃদ্ধা মাকে রান্নাবান্না করে খাওয়ানো, দেখভাল সবই করতেন মেয়ে। বেশ কয়েকদিন ধরে মাধুরী শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃদ্ধার দাবি, কয়েকদিন আগে অসুস্থতায় মেয়ে মাধুরীর মৃত্যু হয়। কিন্তু কিছুই বুঝে উঠতে পারেননি বৃদ্ধা মা। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। মৃত মেয়ের সাথেই দিন কাটাতে থাকেন বৃদ্ধা।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নওশাদের! থানায় তরুণী]

স্বাভাবিকভাবেই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে ভাবেন হয়তো ইঁদুর, কুকুর জাতীয় কোনও প্রাণীর দেহ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়েছে। গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই বৃদ্ধার বাড়িতে পৌঁছন প্রতিবেশীরা। তাঁরা দেখেন, বৃদ্ধার মেয়ে মৃতদেহ পড়ে রয়েছে। আর বৃদ্ধা মা মৃত মেয়ের সাথেই দিন কাটাচ্ছেন। মঙ্গলবার সন্ধেয় আরামবাগ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ। 

[আরও পড়ুন: সৃজিতের ছবিতে ডবল ধামাকা, জুটি বেঁধে গান গাইলেন অরিজিৎ সিং ও সোনু নিগম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement