নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরি৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত শক্তিগড় এলাকায়৷ খোয়া গিয়েছে সর্বমোট কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা৷ চোরদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷
[পরীক্ষার আগেই ইন্টারভিউয়ের চিঠি পেয়ে ধন্দে চাকরিপ্রার্থী ]
পুলিশ জানিয়েছে পাঁচটি বাড়িতে একই কায়দায় চুরি করা হয়েছে৷ প্রথমে বাড়িগুলির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা৷ তারপর দরজার তালা ভেঙেছে৷ আলমারির লক ভেঙেছে৷ এরপর আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি হওয়া পাঁচটি বাড়ির মধ্যে তিনটি বাড়ির বাসিন্দা ওই দিন আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন৷ ফলে ফাঁকা বাড়িতে কাজ হাতিয়ে নিতে সুবিধা হয়েছে চোরদের দলটির৷
[হাতির ছবি তুলতে গিয়ে হামলার মুখে পড়ে প্রাণহানি বাংলাদেশি পর্যটকের]
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, বাড়ি ফিরে তাঁরা দেখেন গ্রিল ভাঙা৷ ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে৷ আলমারি খোলা এবং তাতে কোনও সোনাদানা ও টাকা-পয়সা নেই৷ তাঁদের বুঝতে অসুবিধা হয় না যে বাড়িতে চুরি হয়েছে৷ তাঁদের সর্বস্ব লুট হয়ে গিয়েছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ শনিবার সকাল থেকে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.