Advertisement
Advertisement
মন্দিরে চুরি

২২০ বছরের পুরনো মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল দশ লক্ষ টাকার গয়না

মন্দিরের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Robbery in a temple in South 24 Pargana's raipur area
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 29, 2019 3:25 pm
  • Updated:December 29, 2019 3:25 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন নোদাখালি থানার রায়পুরে। জানা গিয়েছে, দেবদেবীর মূর্তির গায়ে থাকা প্রায় দশ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না ও প্রণামীর বেশ কয়েকটি বাক্স নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রাতে এলাকায় পুলিশি টহলদারি চলা সত্বেও কী করে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

দুশো কুড়ি বছরের পুরনো রায়পুরের এই মন্দির। শনিবার মধ্যরাতে সেখানেই হানা দেয় দুষ্কৃতীরা। মন্দির কমিটির সম্পাদক সঞ্জিত গায়েন জানান, রবিবার সকালে তাঁরা দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা। মন্দিরে ঢুকেই তাঁদের চক্ষু চড়কগাছ। দেবদেবীর গায়ের সোনা ও রূপোর সমস্ত গয়না উধাও। মন্দিরের সিসিটিভির ফুটেজে দেখা যায় রাত ১-৫০ মিনিট নাগাদ চারজনের একটি দল হুগলি নদীর দিক থেকে মন্দিরের মূল গেটের কাছে আসে ও তালা ভাঙতে থাকে। সেখানেই ঠাকুরের গায়ে থাকা গলার হার, মুকুট, নূপুর, টিকলি এবং অন্যান্য সোনা ও রূপোর গয়না খুলতে দেখা যায় তাদের। গয়নার পর পাঁচটি প্রণামী বাক্সের তিনটি নিয়ে চলে যায় তারা।

Advertisement

[আরও পড়ুন: পিকনিক করতে গিয়ে খালে সাঁতার কাটাই কাল! জলে ডুবে মৃত্যু ২ যুবকের]

মন্দিরে দেবদেবীর মূর্তিতে সমস্ত গয়না পরিয়েছিলেন যিনি, সেই দীপক দেওয়ানের কথায়, মন্দিরে আগে মাটির মূর্তি ছিল। কয়েকমাস আগেই সেখানে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সবমিলিয়ে আনুমানিক দশ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না এবং নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন নোদাখালি থানার বুড়ুল ফাঁড়ির পুলিশ প্রতি রাতেই ওই এলাকায় টহল দেয়। শনিবার রাতেও টহলরত পুলিশের গাড়ি ওই এলাকায় টহল দিচ্ছিল। তাঁদের চোখ এড়িয়ে কীভাবে মন্দিরে লুটপাঠ চালাল দুষ্কৃতীরা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা উলুবেড়িয়া থেকে নৌকোয় ওই মন্দির এলাকায় গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement