সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লরির সঙ্গে রেষারেষি করতে গিয়ে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রীবাহী বাস৷ আহত অন্তত ২৫ জন যাত্রী৷ যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বাগনানের ৬ নম্বর জাতীয় সড়কের কাছে৷
ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক
জানা গিয়েছে, গড়িয়া থেকে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি৷ সকালের দিকে রাস্তাও ফাঁকা ছিল৷ কিন্তু সামনের লরিকে টপকে যাওয়ার তাগিদেই এই বিপত্তি৷ আহতদের মধ্যে বাসের চালকও রয়েছে৷ স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় ৬ নম্বর জাতীয় সড়কে৷ পরে ক্রেন দিয়ে বাসটি তোলা হয় নয়ানজুলি থেকে৷
ওড়িশা-অন্ধ্র সীমান্তে মাও হানায় নিহত ৫ পুলিশকর্মী
এদিকে, বৃহস্পতিবারই নদিয়ার হাবিবপুরে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর৷ ৩৪ নম্বর জাতীয় সড়কে ভোর পাঁচটা নাগাদ ঘটে এই ঘটনা৷ নিহত রাজেশ দাস পেশায় মাছ ব্যবসায়ী৷ জানা গিয়েছে, সাইকেলে করে মাছ নিয়ে হাবিবপুর বাজারের দিকেই যাচ্ছিলেন রাজেশ৷ লরিটি পিছন থেকে এসে তাঁকে ধাক্কা মারে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ঘাতক লরির চালক পলাতক৷
ভারতকে খুশি করতেই গৃহবন্দি হাফিজ, জঙ্গিদের নিশানায় মোদি-ট্রাম্প
এদিনই মালদহে মোটরবাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন৷ মৃতদের নাম রতন দাস (২৫) ও পলাশ দাস (২৭)৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে মালদার ইংলিশবাজার শহর থেকে আইহো ফিরছিলেন তিন বন্ধু৷ একই বাইকে সওয়ার হয়েছিলেন তিন জন৷ কারও মাথায় হেলমেট ছিল না৷ মালদল-বুলবুলচণ্ডী রাজ্য সড়কে সাহাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি৷ ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.