Advertisement
Advertisement

দুবরাজপুরে দুটি লরির মুখোমুখি ধাক্কা, মৃত ৬

আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷

Road mishap kills 6 in Birbhum
Published by: Sayani Sen
  • Posted:January 25, 2019 11:15 am
  • Updated:January 25, 2019 11:15 am  

নন্দন দত্ত, সিউড়ি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা৷ ধানবোঝাই লরি এবং দশ চাকার লরির ধাক্কায় মৃত্যু হল ছ’জনের৷ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের গোপালপুরে৷ জখম হয়েছেন আরও ছ’জন৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তাঁদের সিউড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে৷

[লোকসভার মুখে বিজেপির ব্রিগেড, এপ্রিলে মোদির মেগা ইভেন্ট]

শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধানবোঝাই একটি লরি বর্ধমানের আউশগ্রাম থেকে সিউড়ির দিকে আসছিল৷ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুবরাজপুরের গোপালপুর মোড়ের দিকে যাচ্ছিল ওই ধানবোঝাই লরিটি৷ সেই সময় উলটোদিক থেকে একটি দশ চাকার লরি আসছিল৷ ধানবোঝাই লরি এবং দশ চাকার লরিটির মুখোমুখি ধাক্কা লাগে৷ ঘটনাস্থলেই ধানবোঝাই লরির চালক জনি মোল্লা মারা যান৷ ওই ধানবোঝাই লরিতে থাকা শ্রমিক লালন শেখ বলেন, এই দুর্ঘটনার সময় দুটি লরিতে মোট ১২ জন ছিলেন৷ তাঁদের মধ্যে ধানবোঝাই লরির চালক জনি মোল্লা-সহ শান্তি, আলামত, নুরুল, সামু আহম্মদ নামে ছ’জন মারা যান৷ স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর শুরু হয় উদ্ধারকাজ৷ তবে ততক্ষণে আরও পাঁচজন মারা যান৷ তাঁরা হলেন শান্তি, আলামত, নুরুল এবং সামু আহম্মদ৷ বাকি ছ’জনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

[‘ওই যে বাবা ঘুমাচ্ছে’, বারাসতে ফিরল রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া]

সিউড়ি হাসপাতাল সুপার শোভন দে বলেন, ‘‘এই দুর্ঘটনায় আহত অবস্থায় মোট ছ’জন হাসপাতালে ভরতি হয়েছেন৷ তাঁদের সকলেরই চিকিৎসা চলছে৷ জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷’’ কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি৷ 

ছবি: সুশান্ত পাল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement