দেবব্রত দাস, খাতড়া: কালীপুজোর রাতেই অন্ধকার নেমে এল বাঁকুড়ার খাতরার কর্মকার পরিবারে। বিষ্ণুপুর শহরে ঠাকুর দেখতে গিয়ে আর বাড়ি ফিরল না পরিবারের দুই সদস্য। দুর্ঘটনার ফলে প্রাণ হারাতে হল রাস্তাতেই। গুরুতর অসুস্থ আরও এক যুবক। ঘটনায় শোকের ছায়া নেমেছে বাঁকুড়ার খাতড়ার মুড়াগ্রাম এলাকায়।
মঙ্গলবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার এমআইটি মোড়ে। রাত সাড়ে আটটা নাগাদ এমআইটি মোড়ের কাছে বিষ্ণুপুর-আরামবাগ সড়কে দুর্ঘটনাটি ঘটে। বিষ্ণুপুর থেকে জয়পুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি জলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরোহীর। গুরুতর আহত অবস্থায় আরেক বাইক আরোহীকে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালে ভরতি করা হয়। জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তার কাজ চলার জন্য একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে, অন্যপাশে সংকীর্ণ রাস্তায় যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। আর সেকারণেই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের একজনের নাম তন্ময় কর্মকার। আরেকজনের নাম দুখী কর্মকার। আহত হয়ে হাসপাতালে ভরতি যুবকের নাম চিন্ময় কর্মকার। তাদের প্রত্যেকের বাড়ি খাতড়া থানার মুড়াগ্রাম এলাকায়। একই বাইকে বিষ্ণুপুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিলেন তিনজনই। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে তাদের বাইক। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। পুরো ঘটনার কারণ অনুসন্ধান করছে বিষ্ণুপুর থানার পুলিশ। বাইক আরোহীরা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.