Advertisement
Advertisement

Breaking News

Uluberia

দেহ দাহ করে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ২, জখম আরও ৬

রাস্তার পাশে ধাক্কা মারে গাড়িটি।

Road accident left 2 dead n Uluberia

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 11, 2024 12:31 pm
  • Updated:April 11, 2024 12:31 pm  

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত আরও ৬ জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলার দেহ দাহ করার জন্য বাগনানের মুরালিবাড় থেকে কয়েকজন বাউরিয়ায় এসেছিলেন। তাঁদের আর বাড়ি ফেরা হল না। জানা গিয়েছে, সৎকারের পর বৃহস্পতিবার ভোরে তাঁরা বাড়ি ফিরছিল। ভোর ৫টা নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পোস্টে ধাক্কা মারে।

Advertisement

[আরও পড়ুন: আপনাদের সাক্ষাৎ পাওয়া আল্লার মেহেরবানি, রেড রোডের নমাজ কোনওদিন মিস করব না: মমতা]

জানা গিয়েছে, গাড়িটি রাস্তার মাঝখানে চলে এসেছিল। সেই সময় বালি থেকে দিঘার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। দুটি গাড়ির ১০ জন আরোহী আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃতরা সৎকার করতে আসা বাড়ির সদস্য।

[আরও পড়ুন: রাজ্যে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত! ফব’কে বিঁধে সেলিমের তোপ, ‘বেশি কথা বলবেন না’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement