Advertisement
Advertisement

Breaking News

Road Accident

দার্জিলিংয়ের পাহাড়ি পথে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি, মৃত অন্তত ৩

হাসপাতালে আরও ৪।

Road Accident killed 3 near Darjeeling | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 31, 2022 6:01 pm
  • Updated:October 31, 2022 6:08 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ল যাত্রীবাহী ছোট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত আরও চার। সোমবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সিপাইদুরার কাছে খাদে পড়ে যায় গাড়িটি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে যাত্রী নিয়ে ছোট গাড়ি শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়িটি দার্জিলিং যাওয়ার পথে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িটিতে ৭ জন যাত্রী ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মালদ্বীপে বান্ধবীকে নিয়ে সুইমিং’, ঘাটালের বন্যা নিয়ে দেবকে বেনজির আক্রমণ হিরণের]

ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন যাত্রীর। বাকি চার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত তিনজনই স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে দুজন গোলাবাড়ি ও সোনাদার বাসিন্দা। আরেকজনে নাম-পরিচয় জানা যায়নি।

এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কার্শিয়াং থানার পুলিশ পৌঁছয়। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কেন নিয়ন্ত্রণ হারাল গাড়িটি তা এখনও জানা যায়নি। জখমদের নাম-পরিচয় 

[আরও পড়ুন: ফের ‘সিএএ’ খোঁচা শান্তনু ঠাকুরের, মতুয়া ভোটব্যাংক নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement