শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সাতসকালে বাস ও লরির সংঘর্ষ৷ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন বাসযাত্রী৷ জখম বহু৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণার খেঁজুরডাঙায়৷
বুধবার সকালে চন্দ্রকোণার খেঁজুরডাঙার দিকে একটি বাস আসছিল৷ বাসটিতে অন্তত ৩০-৪০ জনের মতো যাত্রী ছিলেন৷ এদিকে ঠিক সেই সময় উলটোদিক থেকে একটি লরি আসছিল৷ রাস্তার মাঝে আচমকাই বাস ও লরির মুখোমুখি ধাক্কা লাগে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি৷ তার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই জখম হন৷ স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷ তড়িঘড়ি বাসযাত্রীদের উদ্ধার করা হয়৷ ঘটনাস্থলেই একে একে পাঁচজনের মৃত্যু হয়৷ জখম হয়েছেন বাসে থাকা প্রত্যেকেই৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ স্থানীয়দের দাবি, প্রায়ই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটে৷ তাও পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না৷ না বসানো হয়েছে স্পিডব্রেকার আর না গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ এদিকে, বুধবার সকালে দুর্ঘটনাস্থলে পুলিশ দেরিতে আসায় বিক্ষোভও দেখান স্থানীয়রা৷
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ নিহত ও আহতদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, বাসের গতি বেশি থাকায় এহেন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে কারও কারও দাবি, কুয়াশার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার প্রকৃত কারণের খোঁজে প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের সঙ্গে কথা বলছে পুলিশ৷
ছবি: সুকান্ত চক্রবর্তী
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.