অরূপ বসাক, মালবাজার: শুক্রবার রাত থেকে অনবরত বৃষ্টি হচ্ছে ডুয়ার্সে (Dooars)। জলস্তর বাড়ছে পাহাড়ি নদীগুলিতে। এর মধ্যে মাল ব্লকের ঘীস নদী সংলগ্ন রোমতী নদীর জল জাতীয় সড়কের (NH 31) উপর দিয়ে বইছে। পাহাড়ে বেশি বৃষ্টি হলেই রোমতীর জল এই জাতীয় সড়ক দিয়ে প্রবাহিত হয়। তখন ধীর গতিতে চলাচল করে সমস্ত গাড়ি৷ আর সেই সুযোগে একেবারে অন্য ছবি দেখা গেল। ঘীস নদী সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের মাছ ধরতে (Fishing) ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। একেকজন পেলেন ২৫০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত নদীয়ালি মাছ! তাও আবার খালি হাতেই।
রোমতী নদীর জলে ভেসে গিয়েছে (Overflown) ৩১ নং জাতীয় সড়ক। আর রাস্তার সেই জলেই ভেসে বেড়াচ্ছে মাছ। হাত বাড়ালেই মুঠোয় উঠছে ছোট, মাঝারি আকারের সুস্বাদু সব নদীয়ালি মাছ (Fish)। স্থানীয় বাসিন্দা কাইয়া ছেত্রী, রফিক ইসলামরা বলেন, ”ভোরবেলা থেকে আমি ও আমার ছেলে রাস্তার উপর থেকে পুটি, বোরলি, চেলা-সহ বিভিন্ন মাছ ধরেছি। রোমতী নদীর জলের স্রোতে রাস্তার ওপর ভেসে আসছে এইসব ছোট মাছ। আমার মত বহু মানুষ ভোরবেলা থেকে মাছ ধরছে। আর এই ভাবে জাতীয় সড়কে মাছ ধরার জন্য গাড়ি চলাচলেও কিছুটা সমস্যা হয়।”
ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের (GP) প্রাক্তন প্রধান মধুমিতা ঘোষ বলেন, ”ভারী বৃষ্টি হলেই এই ভাবে রাস্তার উপর দিয়ে জল যায়। আর সেই সময় নদীর মাছ রাস্তার উপর দিয়েই অন্যত্র চলে যায়। আর এই মাছ ধরতেই হুড়োহুড়ি লেগে যায় জাতীয় সড়কে। পাশাপাশি রাস্তার উপর দিতে নদীর জল মাঝেমধ্যেই প্রবাহিত হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে জাতীয় সড়কেরও।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.