Advertisement
Advertisement
গণ্ডার

খড়গ নয়, জলপাইগুড়িতে গণ্ডারের পায়ের অংশ পাচার করতে গিয়ে গ্রেপ্তার ২

জঙ্গল সাফারির সময়ে গণ্ডারের দেখা মিলল জলদাপাড়ায়, দেখুন ভিডিও।

Rhino's carcass have seized by Forest Department in Jalpaiguri
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 22, 2019 12:17 pm
  • Updated:April 22, 2019 12:17 pm  

শান্তনু কর ও রাজকুমার: খড়গ নয়, এবার গণ্ডারের পায়ের অংশ পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল দুই পাচারকারী। তাদের কাছ এক কেজি ওজনের হাড় উদ্ধার করেছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে সোমবার সকালে জঙ্গল সাফারি চলার সময়ে জলদাপাড়া অভয়ারণ্যে দেখা মিলল গণ্ডারের। 

[ আরও পড়ুন: স্ত্রী ও সন্তানকে খুনের পর আত্মঘাতী যুবক, চাঞ্চল্য খাতড়ায়]

উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকারীদের দৌরাত্ম্য যথেষ্টই। কয়েক মাস আগে ডুয়ার্সের গরুমারা অভয়ারণ্যে ঢুকে গণ্ডার মেরে খড়গ নিয়ে পালিয়েছিল চোরাশিকারীরা। তবে এবার আর খড়গ নয়, গণ্ডারের পায়ে অংশ পাচার পরিকল্পনা করেছিল চোরাশিকারী। কিন্তু বনদপ্তরের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। বমাল ধরা পড়ে গেল দুই পাচারকারীও। বনদপ্তর জানিয়েছে, কোচবিহার থেকে গণ্ডারের পায়ের অংশ নিয়ে নেপালের যাচ্ছিল ওই দুই পাচারকারী। সোমবার ভোর রাতে জলপাইগুড়ির ফুলবাড়িতে তাদের ধরে ফেলেন বৈকুণ্ঠপুর বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। উদ্ধার হয় প্রায় এক কেজি ওজনের গণ্ডারে হাড়। ঘটনায় রীতিমতো হতবাক বনদপ্তরের কর্তারা। তাঁদের দাবি, সাধারণত গণ্ডারের খড়গের দিকে নজর থাকে চোরাশিকারীদের। এর আগে যতবার গণ্ডার শিকারের ঘটনা ঘটেছে, ততবারই খড়গটিই নিয়ে পালিয়েছে চোরাশিকারীরা। এই প্রথম খড়গ বাদে গণ্ডারের দেহাংশ পাচারের ঘটনা সামনে এল। দেহের বাকী অংশের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর।   

Advertisement

এদিকে জলপাইগুড়িতে যখন গণ্ডারের দেহাংশ উদ্ধার করল বনদপ্তর, তখন জলদাপাড়া অভয়ারণ্যে জঙ্গল সাফারি চলাকালীন খুব কাছ গণ্ডার দেখতে পেলেন পর্যটকরা। জানা গিয়েছে, সোমবার সকালে জঙ্গল সাফারি চলাকালীন পর্যটকদের গাড়ি আটকে রাস্তায় দাঁড়িয়ে পড়ে একটি পূর্ণবয়ষ্ক গণ্ডার

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement