Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘আপনার বোনের বিচারের ব্যবস্থা করুন’, শুভেন্দুকে আর্জি অভয়ার বাবা-মায়ের

শুভেন্দু বললেন, "আমি ওনাদের সঙ্গে ছিলাম। বিচার না পাওয়া অবধি পাশে থাকব।"

RG Kar Case: Suvendu Adhikari meets died doctor's parents
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 4, 2024 4:23 pm
  • Updated:November 4, 2024 5:02 pm  

অর্ণব দাস, বারাসত: মেয়ের সুবিচারের আশায় এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ অভয়ার বাবা-মা। বললেন, “আপনি আপনার বোনের বিচারের ব্যবস্থা করুন।” শুভেন্দু বললেন, “আমি ওনাদের সঙ্গে ছিলাম। বিচার না পাওয়া অবধি পাশে থাকব।”

আর জি কর কাণ্ডে (RG Kar Case) উত্তাল বাংলা। ঘটনার পর প্রায় তিনমাস হতে চলেছে, তবে এখনও সুবিচার মেলেনি। বর্তমানে প্রত্যেকের দাবি একটাই, দ্রুত সুবিচার। এই পরিস্থিতিতে রবিবার রাতে আর জি করের মৃত চিকিৎসকের বাড়িতে যান শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচী-সহ অন্যান্যরা। অভয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তাঁরা। শুভেন্দুকে কাছে পেয়ে মৃতার বাবা-মা বলেন, “আপনি আপনার বোনের বিচারের ব্যবস্থা করুন।” বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “আমি বারবার বিভিন্ন মঞ্চ থেকে ওকে আমার বোন বলেছি। আজ অভয়ার বাবা-মা আমাকে বলেছেন, আমি যখন তাঁদের মেয়েকে বোন বলে ডেকেছি তখন এরকম নারকীয় ঘটনার শাস্তি দেওয়ার দায়িত্বও আমার। এর জন্য যা যা করণীয় আমি যেন তাই করি।”

Advertisement

প্রসঙ্গত, গত ৮ আগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার পর থেকে ফুঁসছে প্রায় গোটা রাজ্য। আন্দোলনে শামিল চিকিৎসকরা। দুদফায় কর্মবিরতি করেন জুনিয়র চিকিৎসকরা। সুবিচারের দাবিতে ‘রাত দখল’ এবং ‘ভোর দখল’ও করেন আন্দোলনকারীরা। দফায় দফায় রাজপথে মিছিলও করেছেন তাঁরা। এদিকে তদন্তভার হাতে পেয়েই রহস্যভেদে ঝাঁপিয়েছেন সিবিআই আধিকারিকরা। গ্রেপ্তার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে ঠিক কী ঘটেছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সেই রহস্যভেদেই চলছে জেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement