Advertisement
Advertisement

Breaking News

টেট নিয়ে রিভিউ পিটিশন হাই কোর্টে

রায়দানের পরেও টেট নিয়ে জটিলতা অব্যাহত৷

Review  petition submitted to HC regarding TET
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 7:39 pm
  • Updated:September 15, 2016 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়দানের পরেও টেট নিয়ে জটিলতা অব্যাহত৷ বৃহস্পতিবার টেট নিয়ে রিভিউ পিটিশন দাখিল হল হাই কোর্টে৷ টেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে আবেদন জানালেন চিন্ময় দলুই-সহ ২,২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থী৷ আজ এই পিটিশনের পরই বিচারপতি সি এস কারনান গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নেন৷ আগামী সোমবার প্রশাসনকে আদালতে টেট সংক্রান্ত যাবতীয় নথি এবং পরিসংখ্যান পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি৷ নির্দেশে মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা, পাশের হার, প্রশিক্ষিত এবং প্রশিক্ষণহীন পরীক্ষার্থীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন বিচারপতি কারনান৷ টেট পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে কোনওরকম কারচুপি হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও এদিন জানিয়ে দেন তিনি৷

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার টেটের ফলপ্রকাশের অনুমতি দেয় হাই কোর্ট৷ এই রায়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন বিচারপতি৷

Advertisement

গতকাল হাই কোর্টের এই রায়ের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে টেটের ফলাফল প্রকাশ করা হয়৷ প্রাথমিকের পাশাপাশি উচ্চ প্রাথমিকের ফলাফলও প্রকাশিত হয় এদিন৷ কিন্তু টেটের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় প্রশিক্ষিত পরীক্ষার্থীরা৷ আর সেই জন্যই আজ আবার রিভিউয়ের আর্জি জানানো হয় তাঁদের পক্ষ থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement