Advertisement
Advertisement

Breaking News

Nandigram

নন্দীগ্রামে বিজেপি নেত্রীর উপর হামলার ছক? বাড়ির সামনেই উদ্ধার বোমা

বিজেপির অভিযোগ, তৃণমূল এই কাজের সঙ্গে জড়িত। অভিযোগ অস্বীকার শাসক দলের।

Rescue bomb in front of BJP leader's house in Nandigram

বোমা উদ্ধার করছে পুলিশ।

Published by: Suhrid Das
  • Posted:December 30, 2024 1:49 pm
  • Updated:December 30, 2024 1:49 pm  

চঞ্চল প্রধান, হলদিয়া: নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ির অদূরেই মিলল বোমা। সোমবার সকালে এই ঘটনা সামনে আসে। তারপর থেকেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। বিজেপির অভিযোগ, তৃণমূল এই কাজের সঙ্গে জড়িত। এদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নন্দীগ্রামের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেছিয়া গ্রামের ঘটনা এটি। এলাকার বিজেপির নেত্রী মামনি জানার বাড়ির বাইরে এদিন সকালে একটি বোমা পরে থাকতে দেখা যায়। ওই তাজা বোমা ঘিরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কীভাবে ওই বোমা ওখানে এল? বিজেপি নেত্রীর অভিযোগ, তৃণমূল এই কাজ করেছে। গতকাল রাতে দুই ব্যক্তিকে এলাকায় দেখা গিয়েছিল। স্থানীয় এক মহিলা মোটরবাইক করে দুজনকে এলাকায় দেখেন। লোকজনকে খবর দিলে তাঁরা সেখান থেকে পালান। বিজেপি নেত্রী পরের রাতটুকু সজাগও ছিলেন। পরে সকালে ওই বোমা পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

মামনি জানা জানিয়েছেন, আগে একাধিক বার তৃণমূলের লোকজন তাঁর উপর হামলা চালিয়েছেন। তাঁকে প্রাণে মারার চেষ্টাও করা হয়। বিজেপি নেত্রীর অভিযোগ, গতকাল রাতে তাঁর উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ির সামনে এসেছিল। বেশ কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। সকালে পুলিশে খবর দেওয়া হয়। নেত্রীর আরও অভিযোগ, পুলিশ গিয়ে ওই বোমাটি উদ্ধার করে চলে যায়। কোনও অভিযোগ শুনতে চায়নি।

এদিকে তাঁদের উপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ মনসুর আলির বক্তব্য, দিন কয়েক আগে গোকুলনগরে তৃণমূলের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। এই খুন, বোমা, পিস্তলের রাজনীতি বিজেপি করে। বিজেপির লোকজনই মামনি জানার বাড়ির সামনে বোমা রেখে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement