Advertisement
Advertisement

আজ শুরু ঈশ্বর গুপ্ত সেতুর মেরামতির কাজ

যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে চাইছেন পূর্ত দফতরের আধিকারিকরা৷

Repairing works will starts from today in Ishwar Gupta Setu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 10:40 am
  • Updated:December 19, 2016 10:40 am  

সংবাদ প্রতিদিন ব্যুরো: আজ থেকে শুরু ঈশ্বর গুপ্ত সেতুর মেরামতির কাজ৷ রবিবার পূর্ত দফতরের এক প্রতিনিধি দল জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে সেতুটি পর্যবেক্ষণ করে৷ ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন আধিকারিকরা৷ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার-ইন-চিফ শ্রীকুমার ভট্টাচার্য রবিবার সেতুটি পর্যবেক্ষণ করে জানান, “আশা করছি, দ্রুত কাজ শেষ হবে এবং যান চলাচল শুরু করা যাবে৷ বিকল্প রাস্তারও ব্যবস্থা করা হচ্ছে৷”

সেতুর একটি অংশে কিছুটা বসে যাওয়ার ফলে নিরাপত্তার কারণে শনিবার থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ যার জেরে নদিয়ার সঙ্গে হুগলির যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে৷ হুগলির বাঁশবেড়িয়া ও নদিয়ার কল্যাণীর সংযোগকারী ঈশ্বর গুপ্ত সেতুর গার্ডারের বিয়ারিং ভেঙে গিয়েছে৷ যার ফলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এই অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশে যাতে প্রভাব না পড়ে সেদিকে নজর দিয়েছেন পূর্ত দফতরের আধিকারিকরা৷ অ্যাম্বুল্যান্স ও ছোট গাড়ি যাতে যাতায়াত করতে পারে তারজন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে৷

Advertisement

আপাতত পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম কোনও ব্যবস্থা করা হচ্ছে বলে আধিকারিকদের কাছ থেকে খবর৷ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার-ইন-চিফ শ্রীকুমার ভট্টাচার্য বলেন, “সেতুর নকশাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৷ সেতুটি যেহেতু পুরনো, তাই কতটা ক্ষতিগ্রস্ত এখনই বলা যাবে না৷ সেটা তদন্ত শেষের পর রিপোর্ট দেখে বলা সম্ভব হবে৷” তবে পরিস্থিতির উপর নজর দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে চাইছেন পূর্ত দফতরের আধিকারিকরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement