Advertisement
Advertisement
Itahar

স্ত্রীর ‘শ্লীলতাহানি’র প্রতিশোধ নিতে হত্যা! বিস্ফোরক দাবি তৃণমূল নেতার জামাই খুনে ধৃতের

গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ছুরির আঘাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যর জামাই।

Relative of Itahar's TMC leader allegedly harassed woman, later killed by her husband । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 14, 2023 1:40 pm
  • Updated:December 14, 2023 1:45 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: স্ত্রীর শ্লীলতাহানির প্রতিশোধে খুন? তৃণমূল পঞ্চায়েত সদস্যর জামাইকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির দেউখণ্ডার বাসিন্দার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে স্থানীয় দুজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। তাদের জিজ্ঞাসাবাদ করে এমনই বিস্ফোরক তথ্য পুলিশ পেয়েছে বলেই জানা গিয়েছে।

নিহত বছর তিরিশের তন্ময় সরকার, দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির দেউখণ্ডার বাসিন্দা। স্ত্রী এবং দেড় বছরের কন্যাসন্তান রয়েছে তাঁর। ইটাহারের পতিরাজপুর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য দেবকুমার সরকারের জামাই তন্ময়। মঙ্গলবার দুপুরে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন পাড়ারই এক মহিলার শ্লীলতাহানি করে তন্ময়। সেই সময় ওই মহিলার স্বামী ঘটনাস্থলে ছিলেন না। এর পর থেকেই অশান্তির সূত্রপাত। আর প্রতিশোধ নিতে সন্ধ্যায় ওই মহিলার স্বামী তন্ময়ের উপর হামলা চালায় বলেই অভিযোগ। শেষ পর্যন্ত রাতে বাড়ি ফেরার পথে তন্ময়ের বাইক আটকানো হয়। তাঁর উপর হামলা চালানো হয়। ছুরি দিয়ে পিঠে আঘাত করা হয়। তাতেই তন্ময়ের মৃত্যু হয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Advertisement

[আরও পড়ুন: এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া, চাপ তৈরির কৌশল ট্রাম্পের দলের?]

এই ঘটনায় মৃতের শ্বশুর দেবকুমার সরকার ইটাহার থানায় ছয়জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, “মঙ্গলবার রাতে জামাই বাইকে করে বাড়ি ফিরছিলেন। আমার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার এগোতেই জামাইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে। ছুরিবিদ্ধ হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জামাইকে জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভোরেই তাঁর মৃত্যু হয়।” এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ সুপার সানা আকতার বলেন, “স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

[আরও পড়ুন: কয়লা কাণ্ডে ‘অ্যাকশন মোডে’ CBI, কলকাতা-সহ ১৩ জায়গায় হানা গোয়েন্দাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement