Advertisement
Advertisement
WB Panchayat Poll 2023

WB Panchayat Poll 2023: কোচবিহারে BJP প্রার্থীর আত্মীয়কে কুপিয়ে খুন, ‘রাজনীতির যোগ নেই’, দাবি অভিযুক্ত তৃণমূলের

বেসরকারি রিপোর্ট অনুযায়ী পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রাজ্যে প্রাণ গেল ৮ জনের।

Relative of BJP Candidate of Cooch Behar allegedly murdered | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 18, 2023 9:15 am
  • Updated:June 18, 2023 11:02 am  

বিক্রম রায়, কোচবিহার: ২৪ ঘণ্টার মধ্যে ফের খুন রাজ্যে। পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll 2023) আবহে এবার প্রাণ গেল কোচবিহারের বিজেপি প্রার্থীর আত্মীয়র। শনিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বেসরকারি রিপোর্ট অনুযায়ী এনিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে প্রাণ গেল মোট ৮ জনের। যদিও রাজ্য় নির্বাচন কমিশনের দাবি, বাংলায় এপর্যন্ত মৃত্যুর সংখ্যা শূন্য।

জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু দাস। তাঁর বউদি বিশাখা দাস দিনহাটায় কিশামাত দশগ্রামের টিয়ারদহ গ্রাম পঞ্চায়েতের (WB Panchayat Poll) বিজেপির প্রার্থী হয়েছেন। পরিবার সূত্রে খবর, রাতে খাওয়া-দাওয়ার পর বাড়িতেই ছিলেন শম্ভু। গভীর রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এলাকায় উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকা।

Advertisement

[আরও পড়ুন: কাঁথি পুরসভা থেকে সারদার নথি লোপাটের অভিযোগ, ধৃত ২ পুরকর্মী]

এ বিষয়ে মৃত ব্যক্তির বাবা নরেন দাস বলেন, “রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে, ছোট ছেলে শম্ভুকে তাই খুন করা হয়েছে।” একই অভিযোগ দিনহাটার ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি অজয় রায়ের অভিযোগ, গতকাল সকাল থেকেই এলাকায় উদয়ন গুহের নেতৃত্বে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আমাদের প্রার্থীদের মনোনয়নের কাগজ কেড়ে নেওয়া হয়েছে উদয়ন গুহর নেতৃত্বে। এবার আমাদের ভয় দেখাতে প্রার্থীর দেওরকে খুন করেছে তৃণমূল।” এদিকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, “রাজ্য় নির্বাচন কমিশন, পুলিশ চোখ বন্ধ করে রেখেছে। ওঁরা কিছুই দেখতে পাচ্ছে না।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর কথায়, “যাঁর মৃত্যু হয়েছে তিনি সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” তাঁর যুক্তি, “রাজনৈতিক ফায়দা তুলতে হলে তৃণমূল প্রার্থী বা প্রার্থীর স্বামীকে হত্যা করত। প্রার্থীর আত্মীয়কে মারব কেন?” এনিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

[আরও পড়ুন: ‘নেতাজি থাকলে দেশভাগই হত না’, মন্তব্য অজিত ডোভালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement