কেটে নেওয়া হয়েছে মহিলার চুল (ছবি: সুশান্ত পাল)
নন্দন দত্ত, সিউড়ি: ভাসুরের কাছে স্বামীর পারিশ্রমিক চাইতে গেলে জুটেছে গালিগালাজ। প্রতিবাদ করতে গিয়ে গৃহবধূর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। ঘটনার পর ভাসুরের বিরুদ্ধে মল্লারপুর থানায় অভিযোগ জানাতে গেলে খালি হাতে ফিরতে হয়েছে নির্যাতিতাকে। গৃহবধুর অভিযোগ, ভাসুর সিভিক ভলান্টিয়ার। তাই তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেওয়া হবে না বলে জানিয়েছে মল্লারপুর থানার পুলিশ। তাই সোমবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নির্যাতিতা।
[ সম্বলহীন বৃদ্ধাকে টাকা ভরতি ব্যাগ ফিরিয়ে দিলেন দুই যুবক ]
ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার গৌরবাজার গ্রামে। গৌরবাজারের মায়ারুল শেখের সঙ্গে তারাপীঠ থানার পরুন গ্রামের মেসেনুর বিবির বছর আটেক আগে বিয়ে হয়। মায়ারুল পেশায় ট্রাক্টর চালক। খুড়তুতো দাদা পেশায় সিভিক ভলান্টিয়ার অহিদুল শেখ। তাঁর ট্রাক্টর চালাত মায়ারুল। অভিযোগ, অহিদুল ঠিক মতো টাকা দিত না স্বামীকে। যেটুকু টাকা পেত, তা মদ খেয়েই উড়িয়ে দিত। বাড়ি ফিরে অশান্তি করত মায়ারুল। বাধ্য হয়ে স্বামীর পারিশ্রমিকের টাকা চাইতে খুড়তুতো দাদা অহিদুলের বাড়িতে যান গৃহবধূ। তাতেই ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। এই অপরাধেই তাঁর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ।
[ ধূপগুড়িতে ছেলেধরা সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, আক্রান্ত আরও ২ ]
মেসেনুর বিবি বলেন, “খুড়তুতো ভাসুর বাড়িতে ঢুকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। কথায় কথায় বলত সে সিভিক পুলিশ। ফলে কেউ কিছু করতে পারবে না। কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারবে বলেও হুমকি দেয়। বাড়িতে ঢুকে গালিগালাজ করে গেলেও শ্বশুর, শাশুড়ি কিংবা স্বামী ভয়ে মুখ খুলত না। পরিশ্রমের টাকা না দেওয়ায় কিছু দিন আগে স্বামী নিজে ট্রাক্টর কিনে চালাতে শুরু করে। তাতে ভাসুরের রাগ আরও বেড়ে যায়। শুক্রবার সকালে বাড়িতে ঢুকে গালিগালাজ করছিল অহিদুল। আমি প্রতিবাদ করায় আমার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেয়। এরপর বিড়ির সুতো কাটার কাঁচি দিয়ে আমার চুল কেটে দেয়।”
গৃহবধূ আরও জানান, কাটা চুল নিয়েই মল্লারপুর থানায় যান তিনি। লিখিত অভিযোগও করেন অহিদুলের বিরুদ্ধে। কিন্তু অভিযুক্ত ওই থানারই সিভিক ভলান্টিয়ার হওয়ায় পুলিশ তাকে ধরছে না। তাই সোমবার ডাক যোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ পাঠালেন নির্যাতিতা। জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানিয়েছেন, অভিযোগ হাতে এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.