Advertisement
Advertisement
North Bengal University

শুক্রবার ব্রাত্যর ডাকা বৈঠকের আগে আচমকা ইস্তফা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের

নূপুর দাসকে তিনমাসের জন্য রেজিস্ট্রার পদে বসানো হয়েছিল।

Registrar of North Bengal University resigned from post | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 7, 2023 8:06 pm
  • Updated:September 7, 2023 8:08 pm  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: পদত্যাগ করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূপুর দাস। বৃহস্পতিবার তিনি তাঁর পদত্যাগপত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। যদিও তা গ্রহণ হবে কিনা সে বিষয়ে এদিন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকাশ ভবনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ে রাজ্যের মোট ৩০ সরকারি ও সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডেকেছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকে না যাওয়ার নির্দেশ দিয়ে একটি চিঠি রাজভবন থেকে এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। এমন টানাপোড়েনের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের আচমকা পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: উচ্চশিক্ষায় অব্যবস্থা, মিথ্যাচার করছেন রাজ্যপাল! রাজভবনের সামনে ধরনায় বসছেন উপাচার্যরা]

উল্লেখ্য, চলতি বছরের ২২ মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় হওয়ার পর নূপুর দাসকে জুন মাসে মাসিক সভা থেকে তিনমাসের জন্য রেজিস্ট্রার পদে বসানো হয়েছিল। আগামী ২০সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই এই পদত্যাগ ঘিরে প্রশ্ন উঠেছে। যদিও কোনও চাপ নয় বরং ব্যক্তিগত কারণে এই পদত্যাগ বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায় বলেন, “এদিন রেজিস্ট্রার একটি পদত্যাগ পত্র আমাকে পাঠিয়েছেন। তা গ্রহণ করা হহবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।” নূপুরদেবী বলেন, “আমার মেয়াদ আর ক’দিন পরেই শেষ হতে যাচ্ছিল। তাঁর আগেই নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করেছি।”

[আরও পড়ুন: রাজ্যের ৩০ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডাক ব্রাত্য বসুর, যোগ দিতে নিষেধ রাজভবনের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement