Advertisement
Advertisement

Breaking News

সোনুর বিরুদ্ধে ফতোয়া জারি করা মৌলবিকে মৃত্যুর হুমকি

কে মৃত্যুর হুমকি দিলেন কাদরিকে?

Received Death threat from unknown person, says WB Muslim Clerics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 23, 2017 11:52 am
  • Updated:October 7, 2019 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান নিয়ে সোনু নিগমের টুইট বিতর্কে বাড়তি মাত্রা যোগ করেছিলেন মৌলবি কাদরি। এবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে মৃত্যুর হুমকি পেলেন তিনি। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগ দায়ের করেছেন এন্টালি থানাতেও।

ভোরের আজানের ভিডিও পোস্ট করে দেশকে সুপ্রভাত জানালেন সোনু ]

Advertisement

আজানের সময় লাউড স্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম। তারপরই গায়কের বিরুদ্ধে ফতোয়া জারি করেন তিনি। ঘোষণা করেছিলেন, সোনুর মাথা কামিয়ে ছেঁড়া জুতোর মালা পরিয়ে দেশ ঘোরালে তিনি দশ লক্ষ টাকা ইনাম দেবেন। এই ঘোষণার পরই শোরগোল পড়ে গোটা দেশে। নজিরবিহীনভাবে ফতোয়ার জবাবও দেন সোনু। নিজেই মাথা কামিয়ে ওই দশ লক্ষ টাকা দাবি করেন। যদিও সোনুর এই জবাবের পরও ক্ষোভ কমেনি ওই মৌলবির। তিনি জানিয়েছিলেন, সোনু সংবিধানবিরোধী কাজ করেছেন। সে কারণে তাঁর দেশত্যাগ করা উচিত। সোনুর তরফে অবশ্য মৌলবির বিরুদ্ধে কোনও অভিযোগ জানানো হয়নি। যদিও মৌলবি জানাচ্ছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে তিনি মৃত্যুর হুমকি পেয়েছেন। প্রথমে ফোন করে হুমকি দেওয়া হয়। এরপর মেসেজ পাঠানো হয়। যেখানে লেখা, সোনু দেশের গর্ব। তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করার সাহস কী করে হল ওই মৌলবির? এ কাজের জন্যই মৌলবিকে ও তাঁর পরিবারকে গুলি করে মারা হবে বলেও হুমকি দেওয়া ছিল ওই মেসেছে। এরপরই কলকাতার পুলিশ কমিশনারের দ্বারস্থ হন তিনি। অভিযোগ জানান এন্টালি থানাতেও। মৌলবির দেওয়া ফতোয়া নিয়ে চর্চা হলেও, তাঁকে মৌলবি বলেই মানতে রাজি হননি মুসলিম নেতারা। ফতোয়া দিতে পারেন একমাত্র মুফতিরা। সে সম্মান তাঁকে দিতে নারাজ ছিলেন মুসলিমদেরই একাংশ। পরে কাদরিও জানিয়েছিলেন, তিনি ফতোয়া দেননি। শুধু ইনাম ঘোষণা করেছিলেন মাত্র।

[ ‘জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে’ ]

এদিকে আজই সোনু আজানের ভিডিও পোস্ট করে টুইট বিতর্ককে নতুন করে জাগিয়ে দিয়েছেন। অনেকেই দাবি করেছিলেন, সোনুর বাড়ি থেকে আজানের শব্দ ভাল করে শোনা যায় না। ভিডিও পোস্ট করেই তার উত্তর দিয়েছেন সোনু। এদিকে এই বিতর্কে ফের সরব হয়েছেন গীতিকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেবতার আরাধনা সকলেই করতে পারেন। কিন্তু তা যেন অন্যের অসুবিধার কারণ না হয়ে ওঠে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement