স্টাফ রিপোর্টার: অবসরপ্রাপ্ত অধ্যাপকদের ঢালাও পুনর্নিয়োগে রাশ টানতে চলেছে রাজ্য সরকার৷
কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের পুনর্নিয়োগ আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে বৃহস্পতিবার ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন শিক্ষামন্ত্রী রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, ১৯৭৯ সালে অধ্যাপকদের পুনর্নিয়োগ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল৷
নির্দেশিকায় বলা হয়, প্রয়োজনমাফিক বিশেষ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের পড়ানোর গুণমান, যোগ্যতা, উপস্থিতি পর্যালোচনা করে পুনর্নিয়োগ করা যেতে পারে৷ কিন্তু এই নির্দেশিকা বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সঠিক অর্থে কার্যকর করেনি বলে অভিযোগ উঠেছে৷ ঢালাও পুনর্নিয়োগ করা হচ্ছে বলে উচ্চশিক্ষা দফতরেও অভিযোগ জমা পড়েছে৷
বহু ক্ষেত্রে অবসরের আগেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে৷ এই ইস্যুতে আদালতেও একাধিক মামলা হয়েছে৷ সে কারণেই আইনি পরামর্শ নিয়ে আপাতত সাময়িকভাবে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ২০১১ সাল থেকে রাজ্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে যত অবসরপ্রাপ্ত অধ্যাপক নিয়োগ হয়েছেন, সকলের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে দফতর৷ এ সংক্রান্ত নয়া নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে৷ আইনি পরামর্শ মেনেই নয়া নিয়মের খসড়া প্রস্তুত করা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.