Advertisement
Advertisement

Breaking News

‘সভা হবেই, রথযাত্রা স্থগিত নয়’, কর্মসূচিতে অনড় দিলীপ

আদালতের রায়কে তোয়াক্কা না করে কর্মসূচি বহাল বঙ্গ বিজেপি-র৷

Rathayatra has not been postponed yet
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 6, 2018 7:52 pm
  • Updated:December 7, 2018 9:16 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপি-র ‘রথ’ আটকে দিয়েছে আদালত৷ নিরাপত্তার কারণে রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট৷ কিন্তু আদালতের রায়কে তোয়াক্কা না করে কোচবিহারে নিজেদের কর্মসূচি বহাল রাখল বঙ্গ বিজেপি৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছে্ন, পূর্ব ঘোষণা মতো শুক্রবার কোচবিহারে সভা হবে৷ আদালত শেষ পর্যন্ত রথযাত্রার অনুমতি না দিলেও সভা হবে৷ তবে সেক্ষেত্রে রথযাত্রা স্থগিত থাকবে৷ রথযাত্রা নিয়ে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ শুক্রবার সেই আবেদনের শুনানি হবে৷

[ বিজেপির রথযাত্রার অনুমতি দিল না হাই কোর্ট]

Advertisement

লোকসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যে রথযাত্রা কর্মসূচি ঘোষণা করে বঙ্গ বিজেপি৷ প্রশাসনের কাছে অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তারা৷ বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করেছেন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য জুড়ে রথযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়৷ হাই কোর্টের পর্যবেক্ষণ, “রাজ্যে যে কোনও মিটিং-মিছিল নিয়ন্ত্রণের অধিকার আছে প্রশাসনের৷ প্রশাসন যদি চায়, তাহলে রাজনৈতিক দলের মিছিল আটকে দিতে পারে৷ এটা সংবিধানসম্মত৷” হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ বস্তুত, বৃহস্পতিবার বিকেলে হাই কোর্টে প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে ডিভিশন বেঞ্চে মামলার দ্রুত শুনানির আরজি জানান বিজেপি নেতারা৷ কিন্তু, শুক্রবারই নিয়মমাফিক তাদের ডিভিশন বেঞ্চে আবেদন করার পরামর্শ দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি৷ এদিকে আবার হাই কোর্টের শুনানি চলাকালীন চিঠি পাঠিয়ে কোচবিহারের পুলিশ সুপার জানিয়ে দেন, কোনও অবস্থায় জেলায় রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়৷ স্বাভাবিক কারণেই বিজেপি-র রথযাত্রা কর্মসূচিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ হাই কোর্টের রায়ের ঘোষণার পর কোচবিহারে জরুরি বৈঠকে বসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাজ্যের দলের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপি-র শীর্ষ নেতারাও৷ বৈঠকের পর দিলীপ ঘোষ জানান, “শুক্রবার কোচবিহার সভা হবে৷ সভার প্রস্ততিও চূড়ান্ত৷ শুক্রবার সকাল পর্যন্ত ডিভিশন বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করা হবে৷” 

 

ছবি: বিক্রম রায়

[ কোচবিহারে দিলীপ ঘোষের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement