Advertisement
Advertisement

Breaking News

গৃহবধূকে নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, ধর্ষণের চেষ্টায় ধৃত ৩

বনগাঁ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে৷

Rape attempt on Bongaon housewife
Published by: Sayani Sen
  • Posted:January 28, 2019 3:13 pm
  • Updated:January 28, 2019 3:13 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: গৃহবধূকে ধর্ষণের চেষ্টা এবং তাতে বাধা পেয়ে সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ৷ ধৃতদের নাম গৌতম সাধুখাঁ, সুমন মণ্ডল ও অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়৷ ওই তিন যুবক বনগাঁ থানার পাইকপাড়া ও ছয়ঘরিয়ার বাসিন্দা।

[মদ্যপ যুবকদের সঙ্গে বচসা, মালদহে গুলিবিদ্ধ পরিবহণ দপ্তরের কর্মী]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহধূর স্বামী ট্রাক চালক। বেশিরভাগ সময়ে বাড়ির বাইরে থাকতে হয় তাঁকে।গত মঙ্গলবার রাত ন’টা নাগাদ গৃহবধূ বাড়ির পাশে একটি মাঠে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই সময় আশেপাশে আর কেউই ছিলেন না৷ অভিযোগ, নির্জন এলাকার সুযোগ নিয়ে আচমকাই ওই তিন যুবক গৃহবধূর উপর চড়াও হয়৷ মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টাও করে তারা৷ সেই মুহূর্তের ছবি তুলে নেয় এক যুবক৷ ধর্ষণে বাধা দেওয়ায় ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।  তবে তাতেও যুবকদের প্রস্তাব মেনে নেননি ওই মহিলা৷ তাঁর চিৎকার,চেঁচামেচিতে ওইদিন কোনওক্রমে যুবকদের হাত থেকে নিস্তার পান গৃহবধূ৷ ঘটনার পর থেকে প্রায়ই ওই যুবকেরা তাঁকে হুমকি দিত বলে অভিযোগ মহিলার৷ মঙ্গলবারের পর শনিবার রাতে ফের মহিলার উপর চড়াও হয় তিন যুবক৷ অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগে  মহিলাকে আবারও ধর্ষণের চেষ্টা করা হয়।

Advertisement

[খুনিদের বোকা বানাতে ‘মৃত’ সাজলেন প্রৌঢ়, ফিরলেন নতুন জীবনে]

এরপর বাধ্য হয়ে স্বামীকে ওই যুবকদের কথা জানান গৃহবধূ৷ স্বামীকে সঙ্গে নিয়ে রবিবার বনগাঁ থানার দ্বারস্থ হন তিনি৷ দম্পতির অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থানার পুলিশ তদন্তে নামে৷ রাতেই নিজেদের বাড়ির এলাকা থেকেই গৌতম, সুমন ও অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ৷ তবে আতঙ্ক এখনও কাটেনি ওই গৃহবধূর। একাধিকবার তাঁর ওপর এমন হামলার চেষ্টা হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতার ভুগছেন। তবে বনগাঁ থানা পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement