Advertisement
Advertisement

রমজান ও পুজোর বোনাস ৩৪০০, ঘোষণা রাজ্যের

বাম জমানার তুলনায় গত চার বছরে সরকারি কর্মীদের বোনাস অনেকটাই বেড়েছে৷ শুধু তাই নয়, বোনাস প্রাপকদের সরকারি কর্মীর সংখ্যাও অনেকটাই বেড়েছে৷ এবার গ্রূপ ডি’ কর্মীদের পাশাপাশি গ্রুপ সি’র অর্ন্তভুক্ত কর্মীদের একটি বড় অংশ বোনাসের আওতায় এলেন৷ তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শীর্ষনেতা মনোজ চক্রবর্তী এদিন এই প্রসঙ্গে বলেছেন, “পর্যায়ক্রমে আরও বেশি সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বোনাসের আওতায় আনা হচ্ছে৷” তাঁর দাবি, “ক্যাজুয়াল, অস্থায়ী বা দৈনিক মজুরি মিলিয়ে অন্তত এক লক্ষ কর্মী এই বোনাসের আওতায় এসেছেন৷”

Ramzan and puja bonus will be Rs. 3,400
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 9:19 am
  • Updated:June 15, 2016 9:48 am  

স্টাফ রিপোর্টার: রমজান ও পুজোর বোনাস ঘোষণা করল রাজ্য অর্থ দফতর৷ সরকারি কর্মচারী যাঁদের মাসমাইনে ২৫ হাজার টাকা পর্যন্ত তাঁরা এবার ৩,৪০০ টাকা বোনাস পাবেন৷ গতবছরের তুলনায় এবার বোনাস ২০০ টাকা বেশি৷ মঙ্গলবার নবান্নে অর্থ দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীদের রমজানের মতোই পুজোর বোনাসও পাবেন সরকারি কর্মীরা৷ সেই বোনাসও ৩,৪০০ টাকা৷ অন্যদিকে যেসব সরকারি কর্মীর মাইনে ২৫ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকার মধ্যে তাঁরা উৎসবের মরশুমে খরচের জন্য এককালীন ৪ হাজার টাকা অ্যাডভান্স হিসাবে পাবেন৷ অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশটি কিস্তিতে এই টাকা পরিশোধ করা যাবে৷ অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায় আগামী ৩০ জুনের মধ্যে বোনাস পেয়ে যাবেন৷ পুজোর বোনাস ২১ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে মিলবে৷ কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীরাও রমজান ও পুজো উপলক্ষে অতিরিক্ত অর্থ পাবেন৷ খুব শীঘ্রই সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে৷
বাম জমানার তুলনায় গত চার বছরে সরকারি কর্মীদের বোনাস অনেকটাই বেড়েছে৷ শুধু তাই নয়, বোনাস প্রাপকদের সরকারি কর্মীর সংখ্যাও অনেকটাই বেড়েছে৷ এবার গ্রূপ ডি’ কর্মীদের পাশাপাশি গ্রুপ সি’র অর্ন্তভুক্ত কর্মীদের একটি বড় অংশ বোনাসের আওতায় এলেন৷ তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শীর্ষনেতা মনোজ চক্রবর্তী এদিন এই প্রসঙ্গে বলেছেন, “পর্যায়ক্রমে আরও বেশি সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বোনাসের আওতায় আনা হচ্ছে৷” তাঁর দাবি, “ক্যাজুয়াল, অস্থায়ী বা দৈনিক মজুরি মিলিয়ে অন্তত এক লক্ষ কর্মী এই বোনাসের আওতায় এসেছেন৷”
আশির দশকে বোনাস হিসাবে ২ হাজার টাকা দেওয়া হত৷ মনোজবাবুর কথায়, প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত হঠাত্‍ সেই বোনাস কমিয়ে এক হাজার টাকা করে দেন৷ গ্রুপ সি বা গ্রূপ ডি কর্মীদের সামান্য অংশ বোনাসের আওতায় আসতেন৷ অর্থাত্‍ পূর্বতন বাম সরকার বোনাসের সিলিং বেঁধে দিয়েছিল৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই অর্থমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে আলোচনায় বসে সরকারি কর্মচারী ফেডারেশন৷ তার পরই বোনাস বেড়ে হয় ২,৬০০ টাকা৷ এর পর গত বছর বোনাস বেড়ে হয় ৩,২০০ টাকা৷ এবার আরও ২০০ টাকা বাড়াল সরকার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement