গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রে বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রাম। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আজ বগটুইয়ে (Bagtui) স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল, অধীর চৌধুরীরাও । রামপুরহাট LIVE UPDATE:
রাত ৮.১৫: মুখ্যমন্ত্রীর রামপুরহাট সফরকে খোঁচা বামেদের। অভিযোগ, লোক দেখানো গ্রেপ্তার এবং টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে, রামপুরহাট কাণ্ড এবং আনিস খান খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারির দাবিতে আগামী তিনদিন পথে নামবে কংগ্রেস।
সন্ধে ৭.৫৭: রামপুরহাটে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশি অভিযান। আসানসোলের সালানপুরে ভাড়া বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার লেদ মেশিন এবং ১২ টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় ধৃত ৩।
সন্ধে ৬.৫০: বগটুই কাণ্ডে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল এসডিপিও সায়ন আহমেদকে।
সন্ধে ৬.৪২: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ। বগটুইয়ে বাড়ানো হল নিরাপত্তা। গ্রাম ঘুরে দেখলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। দু’টি শিফটে ৫৪ জন পুলিশকর্মী মোতায়েন। একজন করে ডিএসপির নেতৃত্বে ২ জন ইনস্পেক্টর ও ৭ জন সাব ইনস্পেক্টর থাকবেন।
বিকেল ৫.৫১: বগটুই কাণ্ডে রিপোর্ট তলব করল NHRC।
বিকেল ৪.৫৪: শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট।
বিকেল ৪.৩৩: কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড বগটুইয়ের আইসি ত্রিদিব প্রামাণিক।
বিকেল ৪.১৮: অবশেষে বগটুই পৌঁছল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে।
বিকেল ৪.০০: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপাল জগদীপ ধনকড়ের চিঠি শাহের হাতে তুলে দেওয়া হয়। এমনকী, রাজ্যপালের অপসারণ দাবি করেছেন তাঁরা।
বেলা ৩.৫৪: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ। তারাপীঠ থেকে গ্রেপ্তার আনারুল হোসেন।
বেলা ৩.৩১: রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করল জাতীয় মানবাধিকার কমিশন।
বেলা ৩.২১: বগটুই পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন অধীর চৌধুরী।
বেলা ৩.১৫: রামপুরহাট কাণ্ডে হাই কোর্টে কেস ডায়রি জমা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
বেলা ৩.১৩: আনারুলকে সরিয়ে রামপুরহাট ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলির সৈয়দ সিরাজ জিম্মিকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হল।
বেলা ২.৫০: আনারুলের বাড়ির বাইরে ভিড় স্থানীয়দের। স্লোগান অনুগামীদের।
বেলা ২.৩০: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আনারুলের বাড়িতে পুলিশ। ঘিরে ফেলা হল গোটা বাড়ি।
বেলা ২.১৯: নিরাপত্তার খাতিরে সাঁইথিয়ায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকে দিল পুলিশ।
বেলা ২.১৩: রামপুরহাটকাণ্ড নিয়ে হাই কোর্টে শুনানি শুরু।
বেলা ১.৫৫: হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
বেলা ১.৪১: আহতদের দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। ভাদু শেখের পরিবারের সঙ্গে দেখা হল না মুখ্যমন্ত্রীর। তাঁর স্ত্রী হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
বেলা ১.৩৭: ৮ জনকে পাঁচ লক্ষ টাকার চেক বিলি করলেন মুখ্যমন্ত্রী। স্বজনহারারা জানালেন, ১ লক্ষ টাকায় বাড়ি তৈরি সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে সেই আর্থিক সাহায্য বাড়িয়ে ২ লক্ষ টাকা করে দিলেন মমতা। জখম অবস্থায় হাসপাতালে রয়েছেন এক মহিলা। তাঁদের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য।
বেলা ১.২৫: “কাল যখন ঘটনার কথা শুনলাম সঙ্গে সঙ্গে ববিকে বলেছি ঘটনাস্থলে যাও”,বললেন মুখ্যমন্ত্রী। বললেন, “ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হবে। এসডিপিও, আইসি, ডিআইজি তাঁদের দায়িত্ব পালন করেননি, তাই তাঁদের কঠোর শাস্তি চাই। যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। আনারুল গ্রেপ্তার হবে।” আর্থিক সাহায্যেরও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । বললেন, “জীবনের বিকল্প হয় না। চাকরি হয় না। তবু পুড়ে যাওয়া বাড়ির জন্য ১ লক্ষ টাকা। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে।”
বেলা ১.২০: নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁর সামনেই জ্ঞান হারালেন পরিবারের এক সদস্য। নিজের বোতল থেকে জল ঢেলে দিলেন তাঁদের মাথায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনহারাদের আশ্বাস দিলেন মমতা।
বেলা ১.১৩: বগটুই পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়।
#WATCH | West Bengal CM Mamata Banerjee meets the kin of those killed in #Birbhum violence. Visuals from Bagtui village, Rampurhat pic.twitter.com/iIhSQjLpu8
— ANI (@ANI) March 24, 2022
বেলা ১.১১: বগটুই গ্রামে ফিরল বানিরুল শেখের পরিবার। তাঁদের পরিবারের ৮ জন গণহত্যার শিকার হয়েছে।
বেলা ১.০৭: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তৃণমূল প্রতিনিধি দল।
বেলা ১.০০: রামপুরহাটে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সড়কপথে বগটুইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। একই গাড়িতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বেলা ১২.৪৭: শ্রীনিকেতনে বাধা পেয়েও নাছোড় অধীর চৌধুরী। বললেন, “যত রাতই হোক বগটুই যাব।”
বেলা ১২.১৫: বগটুইয়ের ঘটনাস্থলে ফের সিটের সদস্যরা। অভিযুক্তদের জেরা করবেন তাঁরা।আরও একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
বেলা ১২.৩৫: প্রশাসনের আরজি মেনে অবশেষে গ্রাম ফিরল মৃতদের পরিবার।
বেলা ১২.২০: বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। হাতে পোস্টার নিয়ে লাগাতার স্লোগান দিচ্ছেন তাঁরা।
বেলা ১২.০৫: রামপুরহাটে বগটুই গ্রামে যেতে বাধা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। আটকে দেওয়া হয়েছে বোলপুরের শ্রীনিকেতন মোড়ে। পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অধীর।
বেলা ১২.০৪: বগটুইয়ের উদ্দেশে উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১.৫৫: ইতিমধ্যে ডুমুরজলা হেলিপ্যাডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১.৫০: বগটুই গ্রামে ৮ মৃতের স্বজনদের গ্রাম ফেরাতে চাইছে প্রশাসন। পরিবারের সঙ্গে কথা বলেন বিডিও। কিন্তু নিহতদের পরিবার তাঁর আরজি ফিরিয়ে দিয়েছেন বলেই খবর।
সকাল ১১.২৫: আতঙ্কে গ্রাম ছেড়েছিলেন নিহত উপপ্রধান ভাদু শেখের পরিবার। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গ্রামে ফিরলেন তাঁর পরিবার। ভাদুর স্ত্রী, সন্তান-সহ একাধিক সদস্যরা গ্রামে ফিরেছেন। মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু দাবিদাওয়া জানাবেন তাঁরা।
সকাল ১১.২০: আদালতের নির্দেশ মেনে গ্রামে বসছে সিসিটিভি। মুখ্যমন্ত্রী আসার আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ছে বগটুই।
সকাল ১১.১৫: বগটুই কাণ্ডের আঁচ বিধানসভায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কক্ষে ঢুকতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবিতে সরব তাঁরা।
সকাল ১১.০০: রামপুরহাটের এসডিপিও বদল। বগটুই কাণ্ডের পরই এসডিপিও সায়ন আহমেদকে ক্লোজ করা হয়েছিল। তাঁর পরিবর্তে ওই পদে আসছেন ঝাড়গ্রামের এসডিপিও ধীমান মিত্র। থানার আইসি ত্রিদিব প্রামাণিককেও ক্লোজ করা হয়েছে। তবে নতুন কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.