Advertisement
Advertisement
Hooghly

অযোধ্যার রামমন্দিরে ধুমধাম, অবহেলায় ভরা ভদ্রেশ্বরের রাম-সীতার মন্দির!

আর কতদিন এভাবে অনাদরে থাকবে তিনশো বছরের পুরনো মন্দির?

Ram Sita temple at Bhadreswar is neglected amidst Ayodhya Ram Mandir craze | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 30, 2024 4:42 pm
  • Updated:January 30, 2024 5:27 pm  

সুমন করাতি, হুগলি: অযোধ্যার রামমন্দির (Ram Mandir) ঘিরে সারা ভারতে ভক্তদের উন্মাদনা। কোটি কোটি টাকা খরচ, সোনাদানা দিয়ে মোড়া ঐশ্বর্যের সে এক দেবালয়। অথচ গ্রামবাংলার এক কোণে ভগ্ন, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেই আরাধ্য দেবতা রাম-সীতার মন্দির। আর কতদিন এভাবে অনাদরে থাকবে তিনশো বছরের পুরনো মন্দির? এই প্রশ্ন ঘোরাফেরা করছে স্থানীয় বাসিন্দাদের মনে। তাঁদের দাবি, এই মন্দির সংস্কার হোক। বনবাস শেষে সুখী জীবন পান রাম-সীতা।

হুগলি (Hooghly) জেলার ভদ্রেশ্বরের তেলনিপাড়ার রাম-সীতা মন্দিরের বয়স ৩০০ বছরের উপর। এখানে রাম-সীতার (Ram-Sita)মূর্তি চুরি হয়ে গিয়েছে। কথিত আছে, একসময় এখান দিয়ে ভাগীরথী বয়ে যেত। বর্তমানে সেই প্রবাহ এখন অনেক দূরে চলে গিয়েছে। তার পাশে বিশাল এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Advertisement

[আরও পডুন: হাই কোর্টের ইতিহাসে প্রথম, বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অরাজনৈতিক সংগঠন]

স্থানীয়দের একটাই প্রশ্ন, এতদিনের পুরনো, এত ঐতিহ্যশালী এই রাম-সীতার মন্দির, কিন্তু সংস্কারের ব্যাপারে কেউ কোনওদিন কোনও উদ্যোগ নেয়নি। যখন অন্যান্য দেবালয়গুলি দেদার খরচ করে সংস্কার হচ্ছে, তাহলে কেন পড়ে থাকবে এখানকার রাম-সীতার মন্দির? অযোধ্যায় রামলালার মন্দির স্থাপনে হাজার হাজার কোটি টাকা যেখানে খরচ হয়েছে, তখনই প্রাচীন মন্দিরটির সংস্কার কেন হবে না? তাঁরা আরও জানান, বহু মানুষ, বহু সংস্থা এর আগে এখানকার মন্দিরটি দেখে গিয়েছেন, ছবি নিয়ে গিয়েছে। কিন্তু কারও কোনও ভ্রূক্ষেপ নেই বাংলার প্রাচীন এই রাম-সীতার মন্দিরটি সংস্কারের ব্যাপারে। আর সেটাই আক্ষেপ তাঁদের।

দেখুন ভিডিও: 

[আরও পডুন: সদয় শাসক! বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement