Advertisement
Advertisement

Breaking News

Ram Navami

মেরুকরণ অস্ত্রে শান! রামনবমীকে ঘিরে জেলায় জেলায় সপ্তাহজুড়ে কর্মসূচি শুভেন্দুর

এবারের রামনবমীতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে ময়দানে নামতে প্রস্তুত গোটা বিজেপি নেতৃত্বই।

Ram Navami: Suvendu Adhikari's week long schedule in districts focusing this ocassion
Published by: Sucheta Sengupta
  • Posted:April 5, 2025 6:40 pm
  • Updated:April 5, 2025 6:44 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রামনবমীকে ঘিরে সাজ সাজ রব গেরুয়া শিবিরে। কলকাতা ও সংলগ্ন এলাকাজুড়ে ৪৩ টি মিছিল সংগঠিত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগেই এবার এই আয়োজন। আর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রামনবমীকে সামনে রেখে হিন্দুত্বে শান দিতে সপ্তাহব্যাপী কর্মসূচি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও বেশিরভাগ আমন্ত্রণমূলক বলে বিজেপি সূত্রে খবর। এর মধ্যে শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুর ছাড়াও রয়েছে কলকাতা, রানাঘাটের মতো জায়গাতেও কর্মসূচি রয়েছে। শনিবারই রানাঘাট সফরে গিয়েছিললেন শুভেন্দু। সবমিলিয়ে এবারের রামনবমীতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে গোটা বিজেপি নেতৃত্বই ময়দানে নামতে প্রস্তুত বলে সূত্রের খবর।

প্রতি বছরই রামনবমীকে সামনে রেখে হিন্দুত্ববাদী সংগঠনগুলি সমারোহ করে পথে নামে। তবে এবার সেই আয়োজন আরও বেশি। শনিবার থেকেই হাওড়া, মেদিনীপুরে অস্ত্র নিয়ে মহড়া শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরে রাস্তায় নেমে দিলীপ ঘোষ খতিয়ে দেখেন প্রস্তুতি। অন্যদিকে, বারাসতে মিছিলের একদফা প্রস্তুতি সেরেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বিকেল ৪টে নাগাদ ময়না মোড় থেকে কাছারি ময়দান পর্যন্ত তাঁর নেতৃত্বে মিছিল হবে। ওই মিছিলে সুকান্তর সঙ্গে যোগ দেওয়ার কথা তারকা রাজনীতিক মিঠুন চক্রবর্তীরও।

Advertisement

রামনবমীর মিছিল ঘিরে বিগত কয়েক বছর ধরেই বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ শোনা যায় শাসক শিবিরে। ইতিমধ্যে দিলীপ ঘোষের গলায় হুঁশিয়ারি শোনা গিয়েছে, “রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে চলে যাবে।” অগ্নিমিত্রা পলের দাবি, “রামনবমীতে অস্ত্র মিছিল হবে। যুগ যুগ ধরেই হচ্ছে। মুসলিম, হিন্দু ভাইদের সতর্ক থাকতে বলব। ঝামেলা পাকানোর চেষ্টা হতে পারে। কেউ প্ররোচনায় পা দেবেন না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement