শেখর চন্দ্র, আসানসোল: অযোধ্যায় (Ayodhya) গিয়ে পুলিশের গুলিতে জখম হয়েছিলেন। প্রাণে বেঁচে ফিরে আসেন ৩৪ বছর আগে। আসানসোলের (Asansol) সেই করসেবক, অভয় বার্নোয়াল পেলেন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র। আর তা পেয়ে আনন্দে আত্মহারা তিনি। বড় বাক্সের মধ্যে রয়েছে রামমন্দির ট্রাস্ট কমিটির তরফে পাঠানো লাল ও সোনালি রঙের সেই আমন্ত্রণ পত্র। লেখা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, প্রাণ প্রতিষ্ঠা সমারোহ। রয়েছে অভয়বাবুর জন্য আলাদা বার কোড, থাকা-খাওয়ার জন্য আলাদা কুপন।
আগামী ২২ জানুয়ারি সেই অযোধ্যায় যাবেন অভয় বার্নোয়াল। তার আগে একবার পিছনে ফিরে দেখলেন অতীতের দিনগুলো। ১৯৯০ সালে রামমন্দির (Ram Temple) তৈরির দাবিতে অযোধ্যায় গিয়ে আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হয়েছিলেন আসানসোলের অভয় বার্নোয়াল। ২০২৪ সালে সেই রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত হওয়া জন্য আমন্ত্রণ পত্র পেলেন এবং খুশিতে আত্মহারা আসানসোলের এই করসেবক।
৫৩ বছর বয়সের অভয় বার্নোয়াল বর্তমানে আসানসোল হটনরোড মাস্টার পাড়ার আচলাবালা লেনে থাকেন। ৩০ অক্টোবর, ১৯৯০ সাল। অযোধ্যায় ‘করসেবক’ হয়ে গিয়েছিলেন অভয়বাবু। সেসময় ছিল ১৪৪ ধারা। অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ ছিল। বলপূর্বক প্রবেশ করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন তিনি। অভয়বাবু জানান, গুলিবিদ্ধ (Shot) অবস্থায় অচেতন হয়ে পড়েছিলেন তিনি। প্রথমে অযোধ্যায় শ্রী হাসপাতালে ও পরে স্থানীয় ফৈজাবাদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি ছিলেন। তার কোমরের নিচে গুলি লেগেছিল। তাই ৩৪ বছর পর অভয় বর্নোয়ালের মত সাধারণ মানুষ রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ খবর পেয়ে অনেকটাই খুশি ও আনন্দিত। আর আমন্ত্রণ পত্র (Invitation) পেয়ে এতটাই খুশি যে বলার জন্য কোনও শব্দ তাঁর কাছে নেই, এমনই বলছেন অভয়বাবু।
অভয়বাবু জানাচ্ছেন, ২১ অক্টোবর, ১৯৯০ সালের আসানসোল থেকে ৮৫ জন করসেবক আসানসোল থেকে গিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করে নেয় তৎকালীন মুলায়ম সিং যাদব সরকারের পুলিশ। সেখান থেকে একাই অযোধ্যার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন অভয়। প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয়েছিল জঙ্গলের ভেতর দিয়ে। ২৮ অক্টোবর অভয় অযোধ্যায় পৌঁছান তিনি। এভাবে ২৮ অক্টোবর অযোধ্যার সীমানায় পৌঁছে স্বয়ংবর নগরে পৌঁছে যায় ৩০ অক্টোবর সকাল-সকাল। অযোধ্যায় পৌঁছে রামের ধ্বজা নিয়ে চূড়ায় উঠে যান তিনি।
অভয় বার্নোয়ালের কথায়, ”আমি সেখানে ধ্বজা বেঁধে আসি। নিচে নেমেই দেখি যে পুলিশ করসেবকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। আমার সামনে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। এতদিন পরে রামমন্দির উদ্বোধন হচ্ছে। আমন্ত্রণের চিঠি পেয়ে আরও খুশি।” বলছেন তাঁর স্ত্রী সুষমা বার্নোয়ালও।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.