সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে নাম কাটল প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার। প্রথা ভেঙে দার্জিলিং (Darjeeling) আসনে দ্বিতীযবার বিজেপি প্রার্থী রাজু বিস্তা (Raju Bista)। গত তিনবার লোকসভা ভোটে পাহাড় জয় করলেও প্রার্থী বদল করেছিল গেরুয়া শিবির। প্রথমে যশোবন্ত সিং, দ্বিতীয় বার সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং তৃতীয় বার ২০১৯ সালে রাজু বিস্তা। ২০২৪-এ সেই রাজুতেই ভরসা রাখল মোদি-শাহর দল।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, রাজু বিস্তার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকলেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গোর্খা আবেগ কাজ করেছে। আত্মবিশ্বাসী ছিলেন রাজু নিজেও। ৯ মার্চ শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার দিনে দাবি করেছিলেন, ‘এ বার পাহাড়ে প্রার্থী বদলাবে না।’ বাস্তবেও তাই হল। দলের অন্দরে খবর ছিল, দল টিকিট না দিলে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাজু। অন্যদিকে দার্জিলিং আসনে নতুন প্রার্থী হিসেবে উঠে এসেছিল প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার নাম।
দার্জিলিংয়ে একের পর এক সামাজিক অনুষ্ঠানে যোগদানের পর সরাসরি শিলিগুড়িতে বিজেপির (BJP) কর্মসূচিতে হর্ষবর্ধন যোগ দেন। শিলিগুড়ি কলেজ ময়দানে চায়ে পে চর্চাতেও যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, সামনেই তাঁর আরও কর্মসূচি রয়েছে বলে বিজেপি কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছিল। যদিও দীর্ঘ চার দশক ধরে ভারতের বিদেশনীতির গুরুদায়িত্ব সামলানো হর্ষবর্ধন শ্রিংলা প্রার্থী হওয়া নিয়ে কখনই সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। শেষ পর্যন্ত সব হিসেব উলটে দিয়ে রাজুই পাহাড়ে দ্বিতীযবার টিকিট পেয়ে নজির গড়লেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.