Advertisement
Advertisement

Breaking News

Durgapur Barrage

‘বেআইনি কাজের জন্য দুর্গাপুর ব্যারেজের দুর্দশা’, ভাঙা লকগেট নিয়ে তোপ রাজু বন্দ্যোপাধ্যায়ের

দুর্গাপুর ব্যারেজ ইস্যুতে রাজ্যকেও আক্রমণ করেন ওই বিজেপি নেতা।

Raju Banerjee attacks state govt over Durgapur Barrage incident | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 2, 2020 6:03 pm
  • Updated:November 2, 2020 7:44 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজের (Durgapur Barrage)  লকগেট মেরামতিতে এবার সেনা তলবের দাবি করল বিজেপি (BJP)। সোমবার দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচি শেষে ব্যারেজ পরিদর্শনে গিয়ে রাজ্য ও সেচ দপ্তরকে কাঠগড়ায় তুললেন রাজু বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিলেন সেচদপ্তরের আধিকারিকদের উপর।

এদিন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায় (Raju Banerjee) বলেন, “রাজ্য ও সেচ দপ্তরের কোনও পরিকল্পনা নেই। দু’দিন পেরিয়ে গিয়েছে। পাশেই পানাগড়। সেনা রয়েছে সেখানে। বিপর্যয় মোকাবিলার সমস্ত ব্যাবস্থাও রয়েছে। তাঁদের ডাকা উচিত ছিল। কিন্তু কোনও উদ্যোগ নেই।” এরপরই সেচ দপ্তরের আধিকারিকদের প্রসঙ্গে বলেন, “সেচ দপ্তরের আধিকারিকরা আমাদের সঙ্গে কথা বলছেন না। প্রয়োজনে কলকাতা থেকে সেনা তলব করুক রাজ্য সরকার। আগেও একবার লকগেট ভেঙেছে। সেখান থেকেও শিক্ষা নেয়নি তারা। এখানে বেআইনি কাজ হয়। তার জন্যেই ব্যারেজ ভাঙছে।” এদিন তৃণমূলের তরফে রাজু বন্দ্যোপাধ্যায়কে ফুল উপহার দেওয়া হলে তা নিতে অস্বীকার করেন তিনি। বলেন, “আমি এখানে রাজনীতি করতে আসিনি। মানুষের জন্যে এসেছি। মানুষের এই দুর্দশায় সকলের একসঙ্গে কাজ করা উচিত।”

Advertisement

Raju-Banerjee

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ‘তৃণমূল নেতা’র অনুষ্ঠানে চটুল নাচের প্রতিবাদে সরব দলের একাংশ]

উল্লেখ্য, শনিবার ভোরে দামোদরের জলের তোড়ে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট হঠাৎ বিকট শব্দে ভেঙে যায়।  জলশূন্য না হওয়ায় তা পুরোপুরি মেরামত করা যাচ্ছে না বলেই জানা গিয়েছে। এর জেরে সোমবার থেকে দুর্গাপুর শিল্পশহর এবং সংলগ্ন বাঁকুড়ার একাংশে জল সংকটের ছবিটা স্পষ্ট হচ্ছে। যদিও দুই জেলা প্রশাসনেরই আশ্বাস, প্রয়োজনে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হবে। তবে লকগেট কবে পুরোপুরি মেরামত হবে, তা নিয়ে চিন্তা থাকছেই।

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: ফের গণপিটুনিতে মৃত্যু মানসিক ভারসাম্যহীনের, দেহ ময়নাতদন্তে পাঠানো নিয়ে টানাপোড়েন দুই থানার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement