Advertisement
Advertisement
রাজনাথ

‘ক্ষমতায় এলে দেখে নেব কে কত বড় ‘মায়ের লাল’, আক্রমণ রাজনাথের

আমতার সভা থেকে কংগ্রেস মুক্ত ভারতের হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷

Rajnath Singh slams TMC-Left-Congress at Uluberia meeting
Published by: Tanujit Das
  • Posted:April 18, 2019 4:17 pm
  • Updated:April 18, 2019 4:17 pm  

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: ‘‘যতদিন না ভারত কংগ্রেস মুক্ত হবে, ততদিন দেশ দরিদ্র মুক্ত হবে না। জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সকলেই এদেশ থেকে গরিবি হঠানোর কথা বলেছিলেন৷ কিন্তু কেউ’ই তা করতে পারেননি।’’ উলুবেড়িয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডলের সমর্থনে প্রচারে এসে বৃহস্পতিবার এই ভাষাতেই কংগ্রেসকে আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ অভিযোগ করলেন, বাম ও তৃণমূল এরাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছে৷

[ আরও পড়ুন: প্রকাশ্য সভায় বিজেপি নেতাকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল ]

Advertisement

তিনি আরও বলেন, ‘‘যদি এদেশ থেকে কেউ গরিবি হটাতে পারেন, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রথম দফার নির্বাচনের পরই পশ্চিমবঙ্গ থেকে বাম, কংগ্রেস, তৃণমূলকে মুছে দিয়েছে সাধারণ মানুষ। তাতে প্রমাণ হয়ে গিয়েছে সাধারণ মানুষ নরেন্দ্র মোদির উপরেই আস্থাশীল।’’ পঞ্চায়েত নির্বাচনের উদাহরণ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ‘‘রাজ্যে দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী ও সমর্থকরা৷ তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। ক্ষমতায় এলে দেখে নেব কে কত বড় ‘মায়ের লাল’৷’’ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘এ রাজ্যের প্রতিটি লোকসভায় নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য, প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। এখানে গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে৷ দলতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বামফ্রন্ট এই প্রথা চালিয়ে এসেছে৷ এখন তৃণমূল চালাচ্ছে। তৃণমূল মা-মাটি-মানুষের নাম করে ক্ষমতায় এলেও, এরাই এখন রাজ্যে অসুরক্ষিত।’’

[ আরও পড়ুন: পুরুলিয়ায় ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ]

এদিনের সভামঞ্চ থেকে শক্তিশালী ভারতের ছবি তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বলেন, ‘‘ভারতবর্ষ এখন আর দুর্বল দেশ নয়। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা নাশকতা চালালে ভারত চুপ করে বসে থাকেনি৷ পাকিস্তানে গিয়ে আমরা আতঙ্কবাদকে ধ্বংস করে এসেছি। চিন, আমেরিকা ও রাশিয়ার হাতে এই মুহূর্তে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে। চতুর্থ রাষ্ট্র হিসাবে এবার ভারতও সেই তালিকায় নাম লিখিয়েছে৷ ভারতীয় বিজ্ঞানীরা তিন মিনিটের মধ্যে উপগ্রহ ধ্বংস করার পদ্ধতি আবিষ্কার করেছেন।’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement