Advertisement
Advertisement
Rajiv Gandhi Mamata Banerjee Visva-Bharati University

‘রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন, ওঁর মতো হও’, বোলপুরে স্মৃতি রোমন্থন মুখ্যমন্ত্রীর

বাংলার সংস্কৃতির সঙ্গে তাঁর একাত্মতা অনেক বেশি, বুঝিয়ে দিলেন মমতা।

Rajiv Gandhi praised me in Visva-Bharati University, Says Mamata Banerjee
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2020 5:55 pm
  • Updated:December 29, 2020 6:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। আসলে রাজীবের আমলেই কংগ্রেসী রাজনীতিতে উত্থান হয় মমতার। মঙ্গলবার বোলপুরের সভায় বাংলার সংস্কৃতি এবং বিশ্বভারতীকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি হচ্ছে, তা নিয়ে অভিযোগ করতে গিয়ে নিজের এক সুখস্মৃতির কথা মনে করালেন মুখ্যমন্ত্রী। স্মৃতি রোমন্থন করে বললেন, “এই বিশ্বভারতীতেই (Visva-Bharati University) রাজীব গান্ধী আমাকে দেখিয়ে বলেছিলেন, ওঁর মতো আইকন হও।”

বোলপুরের সভায় মুখ্যমন্ত্রী বললেন,”বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সাধারণত, বিশ্বভারতীর উপাচার্য প্রধানমন্ত্রী হয়ে থাকেন। সেসময় উপাচার্য ছিলেন রাজীব গান্ধী। তিনি এখানে এসেছিলেন। সেবার আমি প্রথমবার যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছি। বিশ্বভারতীর বোর্ড সদস্যও ছিলাম। সেসময় রাজীবজি আমাকে এখানে এনেছিলেন। তিনি তখনও বেশ ইয়ং। অল্পবয়সী ছেলেমেয়েরা ওঁকে বেশ পছন্দ করত। যখন আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে খেতে বসেছিলাম। তখন ছাত্র-ছাত্রীরা জিজ্ঞেস করেছিলেন আইকন কার মতো হওয়া উচিত? তখন রাজীব গান্ধী আমায় দেখিয়ে বলেছিলেন ওঁর মতো। একথা বলেছিলেন কারণ উনি জানতেন আমি বাংলাকে ভালবাসি। যদি সন্দেহ হয় তখনকার কাগজে দেখে নেবেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘দিদিকে বক্ষ মাঝে রাখব’, গাইলেন শাহকে মধ্যাহ্নভোজ খাওয়ানো বাসুদেব বাউল]

‘সুন্দর’ এই স্মৃতি রোমন্থন করার পরই অবশ্য কাজের কথায় আসেন মমতা (Mamata Banerjee )। বলে দেন,”আজ যখন দেখি এখানে পাঁচিল তুলে দেওয়া হয়, মানুষের হৃদয়কে কারাগারে নিক্ষেপ করা হয়, আমার ভাল লাগে না। আমার ভাল লাগে না, যখন দেখি বিশ্বভারতীকে দেখে একটা ঘৃণ্য রাজনীতি শুরু হয়েছে। এখানে এক ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে। ঘৃণ্য বলা ভুল, সংকীর্ণ রাজনীতি।” মমতার অভিযোগ, বিশ্বভারতীর বর্তমান উপাচার্য আসলে বিজেপির ছাপ্পা দেওয়া। বস্তুত, একুশের নির্বাচনের কথা মাথায় রেখে বাঙালি মন পাওয়ার সাধ্যমতো চেষ্টা করছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা বিশ্বভারতীর সঙ্গে একাত্মতা দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এদিনের ‘স্মৃতি রোমন্থনে’র মাধ্যমে মমতা বুঝিয়ে দিলেন, বাংলার সংস্কৃতির সঙ্গে তিনি যে অনেক বেশি একাত্ম, সেটা রাজীব গান্ধীও জানতেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement