Advertisement
Advertisement
Rain

দাবদাহের মাঝেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস, ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় কি হবে বৃষ্টি?

Rain may shower in Bengal's 7 jela says Met Office | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 15, 2021 4:58 pm
  • Updated:April 15, 2021 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্রের দাবদাহে পুড়েছে শহর। নতুন বছরে কি পরিস্থিতি বদলাবে? হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে সকলে। নতুন বছরের প্রথম দিনই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষভাগ থেকে আগামী সপ্তাহের মধ্যে হতে পারে বৃষ্টি (Rain)। তবে তা রাজ্যের নির্দিষ্ট কিছু জেলায় সীমাবদ্ধ থাকবে।

হাওয়া অফিস বলছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় হতে পারে বৃষ্টি। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তীব্র উষ্ণতা ও চরম অস্বস্তিই কলকাতাবাসীর ভবিতব্য। বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে।বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিস বলেছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

[আরও পড়ুন : নিজের গড়েই ভরল না মাঠ, কান্দিতে প্রায় ফাঁকা ময়দানেই সভা অধীরের]

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। আজ দিনভর কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেন্টিগ্রেড। উল্লেখ্য, মার্চ মাসে রেকর্ড গরমের সাক্ষী থেকেছে কলকাতা। হাওয়া অফিস বলছে, চলতি বছরের গরম সাম্প্রতিক অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত ১২১ বছরের মধ্যে উষ্ণতার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে এ বছরের মার্চ। সাম্প্রতিক অতীতে শেষবার ২০১০ সালের মার্চে উষ্ণতার পারদ এতটা চড়েছিল। এই অস্বস্তি আপাতত কাটছে না। কয়েকটি জেলায় সামান্য ঝড়-বৃষ্টি হলে স্থানীয়ভাবে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে কলকাতায় দাবদাহ বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

[আরও পড়ুন : ‘কেউ সিপিএমে ভোট দিলেই হাত কেটে দেব’, বামপ্রার্থীর সামনে হুমকি বীরভূমের তৃণমূল নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement