Advertisement
Advertisement

Breaking News

আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

রুয়ানুর আশঙ্কা কেটে গেলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এদিন বৃষ্টিতে রাজ্যে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম শান্তি নস্কর। অন্যদিকে, বীরভূমের সিউড়িতে ইটভাটা কর্মী রাজু শেখও ঝড়ের কবলে পড়ে মারা যান। সূত্রের খবর, বৃষ্টির সময় তিনি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ঝড়ের দাপটে সেই গাছ ভেঙে পড়ে।

Rain in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 7:53 pm
  • Updated:March 1, 2019 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে যখন প্রাণ যাওয়ার অবস্থা, ঠিক তখনই স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বুধবার দুপুরে হঠাৎই দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়।  ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি রাজ্যবাসীকে গরম থেকে খানিক স্বস্তি দেয়।  এদিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও বেশ কিছুক্ষণ চলে ঝড়ের দাপট। পাশাপাশি, শিলিগুড়িতেও এদিন দীর্ঘক্ষণ বৃষ্টি হয় বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
রুয়ানুর আশঙ্কা কেটে গেলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

rain1_web

Advertisement

এদিন বৃষ্টিতে রাজ্যে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার।  মৃতার নাম শান্তি নস্কর। অন্যদিকে, বীরভূমের সিউড়িতে ইটভাটা কর্মী রাজু শেখও ঝড়ের কবলে পড়ে মারা যান।  সূত্রের খবর, বৃষ্টির সময় তিনি একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ঝড়ের দাপটে সেই গাছ ভেঙে পড়ে।
এই দুই ব্যক্তি ছাড়াও গোটা রাজ্যে মোট ২৮ জন এই ঝড়বৃষ্টিতে আহত হয়েছেন।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে।  পাশাপাশি, বৃহস্পতিবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement