Advertisement
Advertisement

দুরন্ত বর্ষায় দুর্ভোগ উত্তর থেকে দক্ষিণে, উত্তাল দিঘার সমুদ্র

কতদিন চলবে এই বৃষ্টি?

Rain dampen Kolkata, weather alert for Digha
Published by: Suparna Majumder
  • Posted:August 1, 2018 8:43 am
  • Updated:August 1, 2018 8:43 am

স্টাফ রিপোর্টার: জল-যন্ত্রণার যেন শেষ নেই। গত তিনদিনের ধারাবাহিকতা বজায় রেখে বুধবারও মহানগরকে ব্যতিব্যস্ত করল বর্ষা। যাদবপুর থেকে দমদম, সল্টলেক থেকে হাওড়া বেপথু হয়ে পড়ল মাঝদুপুরের তুমুল বর্ষণে। পথে থমকে গেল যানের গতি। ব্যাপক যানজটে নাভিশ্বাস অফিস ফেরত লক্ষ মানুষের। অর্থাৎ, গত তিন-চারদিন ধরে যে দুর্ভোগ চলছে, তারই পুনরাবৃত্তি। দুর্দশার যে এখনই শেষ নয়, হাওয়া অফিস তারও ইঙ্গিত দিয়ে রেখেছে আলিপুর।

বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী তিনদিন রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে খাস কলকাতায় তেমন কোনও সতর্কতা না থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার সামগ্রিক উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখাটি বিহার থেকে এ রাজ্যের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপরে ঘণীভূত হয়েছে। এই দুইয়ের জেরে ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে দাপিয়ে ব্যাটিং করবে বর্ষা। প্রতিবেশী বিহার এবং সিকিমেও প্রবল বৃষ্টিপাত হবে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের নানা অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির  সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা।

Advertisement

[চকচকা শিল্পতালুকে কর্মসংস্থান হবে দু’হাজারেরও বেশি, বিধানসভায় ঘোষণা শিল্পমন্ত্রীর]

এদিকে টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র। টানা কয়েকদিন ধরে নিম্নচাপ তার উপর ভরা কোটালের টানে মঙ্গলবার সকাল থেকেই দিঘায় শুরু হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস। সেই সঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও। প্রবল জলোচ্ছ্বাসের জেরে সমুদ্র সংলগ্ন গার্ডওয়াল টপকে রাস্তায় জল ঢুকে পড়ছে। আট থেকে দশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রতটে। আর এই জলোচ্ছ্বাস দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক।

সমুদ্রের এই উত্তাল পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, শংকরপুর, জলধা, তাজপুর, মন্দারমণি সমুদ্র উপকূলবর্তী এলাকায় পর্যটকদের সতর্কবার্তা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। অ্যাডভেঞ্চারের নেশায় যেন কেউ গভীর সমুদ্রে না চলে যান তার জন্য প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সমস্তরকম পরিস্থিতির জন্য নুলিয়াদের প্রস্তুত রাখা হয়েছে।

[মিষ্টি হাবের পর ব্র্যান্ডেড সংস্থার খাবারের আউটলেট তৈরির ভাবনা প্রশাসনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement