রাজকুমার, আলিপুরদুয়ার: বিদায়ী সাংসদ তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের নির্বাচনী সভায় বাধা হয়ে দাঁড়াল বৃষ্টির ভ্রুকুটি। প্রবল ঝড়বৃষ্টির কারণে তৈরি করা যায়নি হেলিপ্যাড। যার ফলে মঙ্গলবারের সভার ভবিষ্যৎ কী, তা নিয়ে দুশ্চিন্তায় তৃণমূল নেতৃত্ব।
কয়েকদিন ধরেই দুই বঙ্গে আকাশের মুখ ভার। রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। গোটা দিনের বৃষ্টিতে জলে থৈ থৈ আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। আর তার জেরেই অনিশ্চিত হয়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চণ্ডীরঝাড় এলাকায় তৃণমূলের তরফে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। কয়েকদিন ধরেই চলছিল সভার প্রস্তুতি। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। সভায় উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেতার কপ্টার অবতরণের জন্য মাঠের পাশেই এক ব্যক্তির জমিতে হেলিপ্যাড তৈরির কথাও চলছিল। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। রবিবারের প্রবল বৃষ্টির জেরে জল জমেছে মাঠে। ফলে হেলিপ্যাড নির্মাণ বিশবাঁও জলে। কোথায় হবে হেলিপ্যাড? কীভাবে সভায় পৌঁছবেন তৃণমূল নেতা? তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় আলিপুরদুয়ারের জেলা তৃণমূল শিবির।
এ প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বিপুল রায় জানিয়েছেন, নির্ধারিত মাঠে হেলিপ্যাড তৈরি করা সম্ভব হচ্ছে না। সেই কারণে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হেলিপ্যাড তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। তবে ওখানে হেলিকপ্টার অবতরণ করানো হলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করছে দল। জানা গিয়েছে, সভাস্থল থেকে প্যারেড গ্রাউন্ডের দুরত্ব প্রায় ১০ কিলোমিটার। ফলে অবতরণের পর বিদায়ী সাংসদকে সড়কপথে সভায় যেতে হবে। সেক্ষেত্রে নিরাপত্তাজনিত বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই নিরাপত্তা আরও বাড়াতে হবে। তবে শেষপর্যন্ত সভার ভবিষ্যৎ কী, ২৪ঘণ্টা আগে তা নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.