Advertisement
Advertisement
ট্রেন

করোনা আবহে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, বাংলার শতাধিক স্টেশনে বসছে সিসি ক্যামেরা

হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের প্রায় ষাটটি স্টেশনে বসছে ক্যামেরা।

Railways to install CCTV cameras in more than 100 stations in West Bengal
Published by: Monishankar Choudhury
  • Posted:June 29, 2020 7:22 pm
  • Updated:June 29, 2020 7:22 pm  

সুব্রত বিশ্বাস: করোনা আবহে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের শতাধিক স্টেশনে তড়িঘড়ি সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে রেল।

[আরও পড়ুন: ১৪ এপ্রিলের আগে বুকিং করা টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা, ঘোষণা রেলের]

যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুদিন ধরেই রাজ্যের স্টেশনগুলিতে ‘নির্ভয়া তহবিল’ (Nirbhaya Fund) খাতে বরাদ্দ অর্থ থেকে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা ছিল। এবার করোনা আবহে অপরাধীদের কাণ্ডকারখানা বেড়ে যাওয়ায় দ্রুত গতিতে ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে রেল। জানা গিয়েছে, হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের প্রায় ষাটটি স্টেশনে বসছে সিসিটিভি ক্যামেরা। হাওড়ার ডিআরএম ইশাক খান জানান, রেলটেল এই দায়িত্ব পালন করছে। হাওড়া ডিভিশনে ত্রিশটির বেশি স্টেশনে ক্যামেরা লাগানো হবে। যার মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলি হচ্ছে– বেলুড় মঠ, ব্যান্ডেল, চন্দননগর, চুঁচুড়া, সিঙ্গুর, দিয়ারা, নালিকুল, শেওড়াফুলি, বেলুড়, বালি ও বর্ধমান। শিয়ালদহ ডিভিশনে দমদম, বেলঘড়িয়া, দক্ষিণেশ্বর, সোদপুর, টালিগঞ্জ, বজবজ-সহ আরও বেশ কয়েকটি স্টেশনে ক্যামেরা বসানো হবে। আপাতত ছোট স্টেশনগুলিতে ২৬টি ও বড় স্টেশনগুলিতে ৬০ বা তার বেশি সিসি ক্যামেরা বসানো হবে।

Advertisement

করোনা মহামারীর (Corona Pandemic) জেরে স্টেশন চত্বর ও তার আশপাশে যাত্রীদের নিশানা করতে পারে দুষ্কৃতীরা বলে মনে করছেন রেলের কর্তারা। তাই নজরদারি বাড়িয়ে অপরাধ দমন করার উদ্দেশ্যে ও অপরাধীকে সহজে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ সহজ করে তুলতে দ্রুত ক্যামেরাগুলি বসানো হচ্ছে। উল্লেখ্য, আগেই ১২ আগস্ট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেলমন্ত্রক। ফলে ট্রেন চালানোর রুটিন কাজগুলির চাপ আপাতত কিছুটা কমেছে। তাই এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ক্যামেরা বসানোর কাজ সেরে ফেলতে চাইছে রেল।

[আরও পড়ুন: বন্ধ ঘরে ছাত্রকে ‘যৌন হেনস্তা’ শিক্ষকের, ভিডিও রেকর্ড করে থানায় গেলেন নাবালকের বাবা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement