সুব্রত বিশ্বাস: রাজ্যের শিল্পোন্নয়নে এবার নিজেদের কারখানা বা ব্যবসাস্থল পর্যন্ত রেললাইন টেনে নিয়ে যেতে পারবেন শিল্পপতিরা। ফলে কারখানা ও বাজার থেকে বিপুল পরিমাণের পণ্য ও কাঁচামাল সহজে স্থানান্তরিত করা যাবে।
সম্প্রতি ‘গতি শক্তি মালটি-মডেল কর্গো টার্মিনাল’ নামেী এই প্রকল্প শুরু করেছে রেল বোর্ড। যে প্রকল্পে শিল্পগোষ্ঠীগুলি চাইলে নিজেদের কারখানা পর্যন্ত লাইন টানতে পারবেন। এই সুযোগ দেবে রেল। ফলে বিভিন্ন শিল্পগোষ্ঠীর কারখানায় সরাসরি কাঁচামাল নিয়ে আসতে পারবে এবং উৎপাদিত সামগ্রী কারখানা থেকেই সরাসরি ওয়াগনে তুলে নিয়ে যেতে পারবে। শুধু ওয়াগনই নয়, কনটেনার পরিষেবাও পাওয়া যাবে এই প্রকল্পে।
মঙ্গলবার হাওড়ার ডিআরএম বিভিন্ন বণিক মহলের সঙ্গে বৈঠক করে তাদের এই প্রকল্পে আহ্বান জানান। বেঙ্গল চেন্বার অফ কমার্স, কলকাতা চেম্বার অফ কমার্স, হাওড়ার বণিক মহল থেকে শুরু করে বিভিন্ন শিল্পগোষ্ঠী এদিন বেশ উৎসাহও দেখায় বলে জানা গিয়েছে। মূল লাইন থেকে সরাসরি একটি বা দু’টি লাইন একেবারে কারখানা পর্যন্ত টানা যাবে।ফলে কারখানা ও বাজার থেকে বিপুল পরিমাণের পণ্য ও কাঁচামাল পরিবহণ সহজে স্থানান্তরিত করা যাবে। বিশ্লেষকদের মতে, এই প্রকল্পে লাভবান হবে শিল্পগোষ্ঠী। কারণ, কারখানা পর্যন্ত ট্রেনলাইন স্থাপিত হলে পণ্য পরিবহণে খরচ এবং সময় দুইয়েরই সাশ্রয় হবে।
শিল্পগোষ্ঠী যদি চায় তবে কাঁচা মাল উৎপাদদিত অঞ্চলেও নিতে পারেন এই সাইডিং। লাইনে পাশে নিজস্ব জায়াগাতেও এই সাইডিং যেমন বানাতে পারবেন, তেমনই রেলের জায়াগা লিজ নিয়েও বানাতে পারবেন এই সাইডিং। এজন্য রেলের নিয়ম কানুন ও চুক্তির পাশাপাশি সাইডিংয়ের ছাড়পত্র নিতে হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে। বাণিজ্যে উন্নতি ত্বরান্বিত করতে রেলের এই পরিকল্পনা বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.