Advertisement
Advertisement

Breaking News

কেরল থেকে বাঙালিদের ফেরাতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল

রেলকে চিঠি দিয়েছিল রাজ্য৷

Railways arranges two special trains to bring back Bengalis from Kerala
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 19, 2018 4:55 pm
  • Updated:August 20, 2018 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা কবলিত কেরল থেকে বাঙালিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল মন্ত্রক৷ রবিবার সন্ধ্যা ৬ ও রাত ৯টায় এর্নাকুলাম থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে ওই দুটি ট্রেন৷ রেলের তরফে জানানো হয়েছে, কেরলে আটকে পড়া বাঙালি চাইলে ট্রেনে করে ফিরে আসতে পারেন৷ রেল মন্ত্রককে চিঠি দিয়ে কেরল থেকে বাঙালি ফিরিয়ে আনার ব্যবস্থা করার আরজি জানিয়েছিলেন এ রাজ্যের মুখ্যসচিব মলয় দে৷

[ কেরলে হড়পা বানের কবলে বাঙালি, তলিয়ে গেলেন নদিয়ার যুবক]

Advertisement

দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্য কেরলের প্রাকৃতিক সৌন্দর্য্য অতুলনীয়৷ বেশ কয়েকটি হিন্দি ছবির শুটিংও হয়েছে কেরলে৷ স্বাভাবিক কারণে বছরভর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে৷ পর্যটকের সিংহভাগই আবার বাঙালি৷ শুধু বেড়াতেই নয়, মালদu, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা থেকে কাজের সন্ধানে কেরলে যান বহু যুবক৷ কিন্তু, সেই কেরলেই এখন ভয়াবহ আকার নিয়েছে বন্যা৷ ১১টি জেলায় জারি সতর্কতা৷ উদ্ধার কাজে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল৷ এখনও পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন সাড়ে তিনশোরও বেশি মানুষ৷ কোঝিকোড়ে হড়পা বানে তলিয়ে গিয়েছেন নদিয়ার দিলওয়ার মল্লিক৷ ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার৷ এ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার আরজি জানিয়ে রেলকে চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব মলয় দে৷ সে আবেদন সাড়া দিয়ে শুধুমাত্র বাঙালিদের জন্য কেরলের এর্নাকুলাম থেকে সাঁতরাগাছি পর্যন্ত দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল৷ রবিবার সন্ধ্যা ৬ রাত ও রাত ৯টায় ট্রেন দুটি ছাড়বে এর্নাকুলাম থেকে৷ এ রাজ্যের যাঁরা কেরলে আটকে পড়েছেন, তাঁরা চাইলে ওই ট্রেনে ফিরে আসতে পারবেন৷

বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়িয়েছে বাংলা৷ বন্যাত্রাণে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যে র কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর টুইট, ‘কেরলে বন্যায় বহু মানুষ জীবনযুদ্ধ চালাচ্ছেন৷ বিপদের সময়ে কেরলবাসীর পাশে আছি আমরা৷ এই পরিস্থিতিতে কেরলের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷’ এদিকে গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি দেশের একমাত্র বামশাসিত রাজ্যে বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে৷ বহু জায়গায় ধস নেমেছে৷ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন৷

[ ফিক্সড ডিপোজিটের জাল শংসাপত্র! রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement