Advertisement
Advertisement

Breaking News

টিকিট

বিনা টিকিটে রেল যাত্রা রুখতে অভিযান আসানসোলে, একদিনে আদায় ১০ লাখ

মাঝে মাঝেই এই অভিযান চলবে বলেই জানানো হয়েছে রেলের তরফে।

Railway authority has decided to catch railway passengers who are travelling without tickets.
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 3, 2019 1:20 pm
  • Updated:November 3, 2019 7:26 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: দেশ জুড়ে উৎসবের মরশুম। আর এই মরশুমেই বিনা টিকিটের যাত্রী ধরতে আসানসোল রেল ডিভিশনের বিভিন্ন স্টেশন ও ট্রেনে চলেছে বিশেষ অভিযান। আর বৃহস্পতিবারের এই অভিযানে আদায় হল রেকর্ড জরিমানা। ওইদিন অভিযানে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে রেল সূত্রে খবর। এ বিষয়ে শনিবার রেলের জনসংযোগ আধিকারিক রাহুল রঞ্জন জানান, উৎসবের মরশুমে ডিভিশনের বানিজ্য আধিকারিক চিত্তরঞ্জন ঝাঁ, ডিভিশনাল কমেন্ডেন্ট চন্দ্রমোহন মিশ্র-সহ অন্য আধিকারিকদের নিয়ে দু’দিন বিশেষ অভিযান চালানো হয়। যার মধ্যে বৃহস্পতিবারের অভিযানে রেকর্ড জরিমানা আদায় হয়েছে। ৯ লাখ ৫৮ হাজার টাকা আদায় হয়েছে ওইদিন।

এরআগে ১৬ অক্টোবরও এই ধরনের অভিযান চালানো হয়েছিল। সেবার জরিমানা আদায় হয়েছিল ৯ লাখ ০৩ হাজার টাকা। অর্থাৎ অক্টোবর মাসে বিশেষ অভিযান থেকে প্রায় ১৯ লাখ টাকা আদায় হয়েছে। এই অভিযান চালিয়ে যাত্রীদেরকে সচেতন করা হল, এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শুধু জরিমানা আদায় করেই নয়, টিকিটি বিক্রি করেও রেকর্ড আয় হয়েছে আসানসোল রেল ডিভিশনের। রেল সূত্রে খবর, ২০১৮-১৯ অর্থবর্ষের হিসেব অনুযায়ী পণ্য এবং যাত্রী পরিবহণে ৪ হাজার ৪৫০ কোটি টাকা আয় করেছে আসানসোল ডিভিশন। যা গত ১২৫ বছরের সমস্ত রেকর্ড ভেঙে ১৭.১০ শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষের তুলনায় ৬৫০ কোটি টাকা বেশি।

Advertisement

২০১৬-১৭ ধরলে সেটা ১১০০ কোটি টাকা বেশি। এই আয়ের ৯০ শতাংশ মাল পরিবহণ থেকে এবং ১০ শতাংশ যাত্রী পরিবহণ থেকে এসেছে। পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা ও মালদহ ডিভিশনের আয় যেখানে ৫১ শতাংশ সেখানে আসানসোল ডিভিশনে আয় হয়েছে ৪৯ শতাংশ। অর্থাৎ ওই তিনটি ডিভিশন মিলিয়ে যা আয় করেছে তার প্রায় সমতুল আসানসোল ডিভিশন। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আসানসোল রেলডিভিশনে যাত্রী পরিষেবাও উন্নত হয়েছে।
জনসংযোগ আধিকারিক বলেন, “যেখানে যাত্রী পরিষেবা এত উন্নতমানের সেখানে যাত্রীদের টিকিট কেটেই রেল সফর করা উচিত। রেল যাত্রীদের টিকিট কাটার ক্ষেত্রে সচেতন করতেই এই অভিযান চলবে।”

[আরও পড়ুন:বর্ধমানের পালসিটে ভয়াবহ দুর্ঘটনা, আহত বাংলা মহিলা ক্রিকেট দলের ৩ নির্বাচক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement