Advertisement
Advertisement

Breaking News

ভুল ঘোষণা, রেল অবরোধ খড়দহ স্টেশনে

ব্যস্ত সময়ে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল৷

Rail Strike at Khardaha Station, creates mess during office time
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 11:42 am
  • Updated:January 28, 2020 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে যাত্রী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল খড়দহ স্টেশন চত্বর৷ রেলের ভুল ঘোষণাকে কেন্দ্র করে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা৷ এরই জেরে রেল অবরোধ করা হয় খড়দহ স্টেশনে৷ ব্যস্ত সময়ে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল৷ হাজার হাজার নিত্যযাত্রী চরম হয়রানির শিকার হন।

14725421_1192221177519508_510113295_o

Advertisement

যাত্রীদের দাবি, রোজই স্টেশনে ভুল ট্রেনের ঘোষণা করা হয়৷ গ্যালপিং ট্রেনকেও লোকাল ট্রেন বলে ঘোষণা করার ঘটনা ঘটেছে৷ রেলের এই ভুল ঘোষণার জন্যই নিত্যদিন দুর্ভোগের শিকার হন যাত্রীরা৷ আর সেই ক্ষোভেই আজকের রেল অবরোধ৷

ঘটনাটি সম্পর্কে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের একটি অভিযোগ তারা পেয়েছে৷ অভিযোগটি তারা খতিয়ে দেখছে৷ তদন্তের স্বার্থে রেলের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ৷

জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ স্বাভাবিক হয় ট্রেন চলাচল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement