Advertisement
Advertisement

আদ্রা ডিভিশনের অতন্দ্র প্রহরী, ‘বেতন’ বাড়ল উইলিয়াম-টাইটানদের

কাজে খুশি রেল কর্তৃপক্ষ৷

Rail hike the salary of snifer Dogs in Adra division
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 8:53 pm
  • Updated:July 3, 2018 9:28 pm  

সুমিত বিশ্বাস,পুরুলিয়া: শুধু আরপিএফের ভরসায় বসে নেই রেল কর্তৃপক্ষ৷ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের স্টেশনগুলি পাহারা দেয় প্রশিক্ষিত সারমেয়র দল৷ কাজে খুশি হয়ে ‘ভিআইপি ডগ’-দের বেতন বাড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ৷ কুকুর প্রতি মাসে বরাদ্দ ছিল পাঁচ হাজার৷ এখন বেতন বেড়ে হল বারো হাজার৷ বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ৷

[আত্মসমর্পণ করতে এসে পুলিশের সঙ্গে হাতাহাতি অভিযুক্তর, বাধা দিলেন আইনজীবীরা]

Advertisement

এ রাজ্যের পুরুলিয়া ও বাঁকুড়া জেলা আর ঝাড়খণ্ডের বোকারো৷ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে স্টেশন ৯৭টি৷ স্টেশনগুলির নিরাপত্তায় দায়িত্বে চারটি সারমেয়৷ আদ্রা স্টেশনে মোতায়েন ‘ট্রেকার ডগ’ উইলিয়াম৷ বাঁকুড়ায় ‘স্নিফার ডগ’ টাইটান ও কালিয়া৷ আর ঝাড়খণ্ডের বোকারোয় হীরা৷ রেল বড়কর্তারা যতটা সুযোগ-সুবিধা পান, ততটাই যত্নে রাখা হয় এই সারমেয়গুলিকেও৷ এরা আরপিএফের ‘ভিআইপি ডগ’৷ কাজের সময় আট ঘণ্টা৷ তবে বিশেষ প্রয়োজনে রাত-বিরেতেও ডাক পড়ে৷ এমনকী, রাজ্য পুলিশের অনুরোধে থানায়ও ডিউটি করতে হয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে৷ এসি কামরায় চাপিয়ে নিয়ে যাওয়া হয় এক স্টেশন থেকে অন্য স্টেশনে৷ বাজারের কোনও সাধারণ খাবার দেওয়া হয় না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে চারটি কুকুরকেই খাওয়ানো হয় ‘রয়েল ক্যানিন ফুড’৷ গরমের হাত থেকে বাঁচাতে দেওয়া হয় দইও৷ কমপক্ষে তিন মাসের বেশ সময় ধরে চলে প্রশিক্ষণ৷ কোনও কোনও কুকুর আবার সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়৷ রেল সূত্রে খবর, আদ্রা ডিভিশনে কর্মরত প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিটি কুকুরের জন্য মাসে বরাদ্দ ৫,৩০০ টাকা৷ খাতা কলমে এই টাকাকে বেতন বলা হয়৷  জুন মাসে আদ্রা ডিভিশনের অতন্দ্র প্রহরী চারটি কুকুরের বেতন বেড়ে হয়েছে ১২ হাজার টাকা৷

ছবি: সুনীতা সিং 

[স্বামী পরিত্যক্তা যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ, অধরা প্রেমিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement