Advertisement
Advertisement
Murshidabad

টোটোর ধাক্কায় ভাঙল রেলগেট, যানজট মুর্শিদাবাদের বাসুদেবপুর স্টেশন রোডে

বাসুদেবপুরে ভাঙল রেলগেট। ভোগান্তি যাত্রী সহ স্থানীয় বাসিন্দাদের।

Rail gate broken, massive traffic jam in Basudebpur Murshidabad

চলছে রেলগেট ঠিক করার কাজ ।

Published by: Subhankar Patra
  • Posted:March 21, 2024 7:52 pm
  • Updated:March 21, 2024 7:52 pm  

শাহজাদ হোসেন, সামশেরগঞ্জ: আবারও ভেঙে পড়ল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের (samsherganj) বাসুদেবপুর রেল স্টেশন রোডের রেলগেট। এই নিয়ে চলতি বছরে তিনবার। বৃহস্পতিবার সকালে রেলগেট ভেঙে যাওয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে একটি মালগাড়ি। ভোগান্তিতে পড়েন প্রচুর মানুষ। ব্যাপক যানজট তৈরি হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে সামশেরগঞ্জের বাসুদেবপুর (Basudebpur) হল্ট স্টেশন সংলগ্ন রেলগেট নামানোর সময় একটি টোটো চলে আসে। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে রেল গেটে গিয়ে ধাক্কা মারে টোটোটি। টোটোর সঙ্গে ধাক্কায় ভেঙে যায় রেলগেটটি। ব্যাহত হয় যান চলাচল। থমকে যায় ট্রেন চলাচল।

Advertisement

[আরও পড়ুন: ভোটে জিতলে মমতাকে উপহার? হাসতে হাসতে কী বললেন পাঠান?]

 ঘটনাস্থলে পৌঁছে  রেলগেট মেরামতির কাজে নামেন রেলের লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছরের মধ্যে তিনবার ভেঙে পড়ল এই রেল গেটটি। একই রেলগেট বার বার কেন ভাঙছে তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা ।  স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রেলগেট এক বছরের মধ্যে তিনবার ভেঙে পড়ল। ঘটনায় এলাকার যানজটের সৃষ্টি হয়েছে। টোটোর সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায় রেলগেটটি।”

[আরও পড়ুন : গুমার TMC উপপ্রধান খুনে অবশেষে গ্রেপ্তার, ২৬ দিন পর ধৃত মূল অভিযুক্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement