Advertisement
Advertisement

অসমে অবরোধ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের, উত্তরবঙ্গে ব্যাহত ট্রেন পরিষেবা

বাতিল একাধিক দুরপাল্লার ট্রেন, বিপাকে যাত্রীরা৷

Rail block in Assam, disrupted railway service
Published by: Sayani Sen
  • Posted:August 6, 2018 12:59 pm
  • Updated:August 6, 2018 1:01 pm  

রাজকুমার কর্মকার,আলিপুরদুয়ার: ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তি, সংরক্ষণ-সহ একাধিক দাবিতে রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের রেল অবরোধ৷ সোমবার সকাল সাতটা থেকে অবরোধ চলছে অসমের চৌতারা স্টেশনে৷ উত্তরবঙ্গে ব্যাহত রেল পরিষেবা৷  বাতিল বেশ কয়েকটি ট্রেন৷ বিপাকে যাত্রীরা৷ শেষ খবর অনুযায়ী,  এখনও অবরোধ চলছে৷ অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন  রেলের আধিকারিকরা৷

[পুরুলিয়ায় তৃণমূল বিধায়ককে ঘাড়ধাক্কা, বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের]

অসমে অবরোধের কারণে উত্তর পূর্ব সীমান্ত রেলের  পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে।  আটকে পড়েছে রাজধানী সহ তিনটি দূরপাল্লার ট্রেন। সোমবার সকালে  নিউ আলিপুরদুয়ারে ব্যাঙ্গালোর এক্সপ্রেস, কোকড়াঝাড় স্টেশনে রাজধানী এক্সপ্রেস ও নিউ কোচবিহারে কামরুপ এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আরও চারটি দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে। বাতিল হয়ে গিয়েছে কামাক্ষা-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস ও রঙ্গিয়া-এনজেপি প্যাসেঞ্জার৷ আলিপুরদুয়ার ডিভিশনের রেল কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, অবরোধের কারণে আপ গরিব রথ এক্সপ্রেস দাড়িয়ে করা দেওয়া হয়েছে ধূপগুড়ি স্টেশনে। আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রভির রমন জানিয়েছেন, বাংলা থেকে অসমগামী দুরপাল্লার ট্রেনগুলিকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ারে দাঁড় করানো হয়েছে৷ অসম থেকে বাংলায় আসা ট্রেনগুলিকে কোকড়াঝাড়, বঙ্গাইগাঁও স্টেশনে দাঁড় করানো হয়েছে। টানা কয়েক ঘণ্টা অবরোধের পর চৌতারা স্টেশনে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা৷ আপাতত রাজবংশী স্টুডেন্ট ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেছেন তাঁরা৷

Advertisement
[গেরুয়ার বদলে শিবভক্তদের পরনে নীল-সাদা পোশাক, জোর বিতর্ক বর্ধমানে]

এদিকে, দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা৷ যদিও রেলের তরফে দাবি করা হয়েছে, যাত্রীদের যাতে খাবার, পানীয় জল ও ওষুধের কোনও অভাব না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে৷ তবে যাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে কিছুই সময়মতো পাচ্ছেন না তাঁরা৷

[বাড়তি উপার্জনের তাগিদ, বিদ্যুৎ সংযোগ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement