Advertisement
Advertisement

পুরুলিয়ায় রেল অবরোধে বিপর্যস্ত হাওড়া শাখার ট্রেন চলাচল

কর্মব্যস্ত দিনের সকালে আদিবাসীদের অবরোধের জেরে চূড়ান্ত বিরক্ত যাত্রীরা৷

Rail agitation in Purulia on monday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 4:24 am
  • Updated:February 6, 2017 5:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম দিনই ফের রেল অবরোধের মুখে পড়তে হল নিত্যযাত্রীদের৷ কুর্মি সমাজকে তফশিলিভুক্ত করতে হবে৷ এই দাবিতে পুরুলিয়া-আদ্রা লাইনের কুস্তাউর স্টেশনে অবরোধে শামিল হয়েছেন আদিবাসীরা৷ প্রায় চার ঘণ্টা ধরে পুরুলিয়া লাইনে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে৷

(যুদ্ধকালীন তৎপরতায় ২০,০০০ কোটি টাকার গোলাবারুদ পাচ্ছে সেনা)

অবরোধের জেরে পুরুলিয়া এক্সপ্রেস-সহ বিভিন্ন রুটের মোট ৬টি ট্রেন আটকে পড়েছে৷ হাওড়া-চক্রধরপুর প্যাসেঞ্জার, বোকারো-বর্ধমান প্যাসেঞ্জরও অবরোধের মুখে পড়েছে৷ রেলের এক আধিকারিক জানান, কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে অন্য রুট দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ পাশাপাশি যে সমস্ত ট্রেন আটকে পড়েছে, সেগুলিকে এমন স্টেশনে দাঁড় করানো হয়েছে, যেখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে৷ আধিকারিকের দাবি, যে বিষয়টি নিয়ে আদিবাসীরা প্রতিবাদে নেমেছেন, তা কোনওভাবেই রেলের সঙ্গে যুক্ত নয়৷ তাই যত শীঘ্র সম্ভব এই অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে৷

Advertisement

16507481_10211142558135407_1044276558_n

(কাশ্মীর ভারতের ছিল এবং থাকবে, পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের)

কর্মব্যস্ত দিনের সকালে আদিবাসীদের অবরোধের জেরে চূড়ান্ত বিরক্ত যাত্রীরা৷ চার ঘণ্টার উপর চলছে অবরোধ৷ বেলা দশটা পর্যন্তও পুরোপুরি অবরোধ তুলতে পারেনি রেল পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement