শংকর কুমার রায়, রায়গঞ্জ: সমকামী প্রেম টেকাতে বেঙ্গালুরু পালিয়ে গিয়েছিলেন দুই তরুণী। যদিও সেখানেও হানা দেয় পুলিশ। যদিও রায়গঞ্জ আদালত শর্তসাপেক্ষে মঞ্জুর করল তরুণীদের একসঙ্গে থাকার আরজি। বুধবার বিচারক নির্দেশ দেন, দুই তরুণী আপাতত বাবা-মায়ের কাছে ফিরলেও নিজেদের ইচ্ছে মতো মেলামেশায় কেউ বাধা সৃষ্টি করতে পারবেন না। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ দুই তরুণীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করা হয়েছিল। আদালতের মাধ্যমে পরিবারের কাছে ফেরানো হয়েছে।”
রায়গঞ্জের ভাতুন পঞ্চায়েতের মোমিনটোলার সোনি খাতুন এবং স্থানীয় মল্লিকপাড়ার খৈরুনা নিশা স্কুলের বন্ধু। স্থানীয় সেবাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন উভয়ে। মাস ছয়েক আগে সোনি খাতুনের বিয়ে হয় পার্শবর্তী জগদীশপুর পঞ্চায়েতের রুনিয়ার আখতার আলির সঙ্গে। কিন্তু বিয়ের দু’দিনের মাথায় স্বামীর বাড়ি ছাড়েন নববধূ তরুণী। এরপর বান্ধবী তথা ভালাবাসার মানুষ খৈরুনাকে নিয়ে বেঙ্গালুরুতে পালিয়ে যান। রোজগারের জন্য উভয়েই নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেন সেখানে। রীতিমতো বাড়ি ভাড়া করে নতুন সংসার পাতেন। কিন্তু ছন্দ কাটে থানায় অপহরণের অভিযোগ দায়ের হওয়ায়। দিন পাঁচেক আগে খৈরুনা নিশার পরিবারের তরফে ভাটল পুলিশ ফাঁড়িতে অপরণের অভিযোগ দায়ের হয়েছিল।
শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে হানা দিয়ে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ। তাঁদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী স্বরুপ বিশ্বাস জানিয়েছেন, শর্তাসাপেক্ষে দুই তরুণীকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারকের কাছে দুই তরুণী একসঙ্গে থাকার আবেদন জানালে তা শর্তাসাপেক্ষে মঞ্জুর করে আদালত। আদালতের শর্ত অনুযায়ী একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন তাঁরা। ভবিষ্যতে একসঙ্গে থাকতে চাইলেও কেউ বাধা দিতে পারবেন না।। তবে এখনই একসঙ্গে থাকতে পারবেন না। আপতত নিজেদের পরিবারের কাছে ফিরে যাবেন।
ভাটল ফাঁড়ির ওসি সুশান্ত বৈষ্ণব বলেন, “মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল সোনি খাতুনের। স্বামীকে ছেড়ে দুই বান্ধবী বেঙ্গালুরুতে থাকতে শুরু করেছিলেন। খৈরুনা নেশার পরিবারের তরফে স্থানীয় ভাটল পুলিশ ফাঁড়িতে অপহরণের অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই দুই তরুণীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করা হয়। এবার আদালতের নির্দেশে তাঁদের পরিবারে কাছে ফেরানো হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.