Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

ভিড়ের চাপে হাতেই পেলেন না মাইক্রোফোন! ন্যায় যাত্রা শেষে কিছু না বলে জলপাইগুড়ি ছাড়লেন রাহুল

ব্যাপারটা ঠিক কী?

Rahul Gandhi could not get the mike, left without addressing Jalpaiguri crowd | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 28, 2024 4:17 pm
  • Updated:January 28, 2024 4:17 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: যতদূর চোখ যায় শুধুই মাথা। ভিড়ের চাপে হাতে পেলেন না মাইক্রোফোন। জলপাইগুড়ির পদযাত্রা শেষে কিছু না বলেই শিলিগুড়ির পথে রওনা দিলেন রাহুল গান্ধী।

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দেশজুড়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বর্তমানে বাংলায় রয়েছেন তিনি। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। এর পর সড়ক পথে সোজা যান জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। সেখানে জাতীয় সড়কের ধারে এক ধাবায় মধ্যাহ্নভোজন সারেন তিনি। এর পর সেখান থেকে চলে যান জলপাইগুড়ি শহরের পিডব্লুডি মোড়ে। দুপুর দুটোর পর পিডব্লুডি মোড় থেকে পদযাত্রা শুরু করেন রাহুল। পোস্ট অফিস, থানা মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রার পর গাড়িতে ওঠেন।

Advertisement

[আরও পড়ুন: অফিসের স্ট্রেস থেকেই রাজ্যে বাড়ছে সন্ধ্যার পথদুর্ঘটনা! সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য]

কদমতলা মোড়ে পদযাত্রা শেষে ২ মিনিট বক্তব্য রাখার কথা ছিল তাঁর। পরিকল্পনা ছিল, গাড়ি থেকেই বক্তব্য রাখবেন তিনি। কিন্তু ভেস্তে গেল পরিকল্পনা। প্রবল ভিড়ের কারণে রাহুলের হাতে মাইক্রোফোনই পৌঁছতে পারলেন না কংগ্রেস নেতা-কর্মীরা। যার জেরে কোনও কথা না বলেই জলপাইগুড়ি ছাড়তে হল তাঁকে। ইতিমধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে রান্না, চলছে পড়াশোনা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement