সম্যক খান, মেদিনীপুর: যাদবপুরের ছায়া কি এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে? সম্প্রতি এক ছাত্রের অভিযোগকে কেন্দ্র করে সরগরম মেদিনীপুর। কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ না করে অভিযোগ পাঠানো হয়েছে একেবারে দিল্লিতে। জানানো হয়েছে, গত সপ্তাহে কলেজের সিনিয়রদের একাংশ হস্টেলের ছাদে প্রথম বর্ষের ছাত্রদের ডেকে দুর্ব্যবহার করেছেন। তবে অভিযোগকারী যেমন নিজের নাম জানায়নি তেমনই কারও নাম ধরে অভিযোগ করেনি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষা মৌসুমী নন্দী বলেছেন, অভিযোগের কোনও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। কমিটির রুটিন আলোচনা হয়েছে।
ব়্যাগিংয়ের জেরে যাদবপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহুর্তে সরগরম গোটা রাজ্য। সর্বত্রই প্রতিবাদে সোচ্চার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব সকলে। ঠিক এই সময়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক ছাত্রের অভিযোগ রীতিমতো তাৎপর্যপূর্ণ। যদিও অভিযোগকারী ছাত্র সামনে না আসায় তাঁর সঙ্গে কথাও বলতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। আবার চিঠিতে কারও নাম না থাকায় চিহ্নিত করা যায়নি অভিযুক্তদেরও।
বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে, নিজের নাম গোপন করে প্রথম বর্ষের কোনও এক ছাত্র সরাসরি দিল্লিতে মেডিক্যাল কলেজগুলির সর্বোচ্চ নিয়ামক সংস্থায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন। সেখানে অভিযোগ করা হয়েছে যে গত সপ্তাহে কলেজের সিনিয়রদের একাংশ হস্টেলের ছাদে প্রথম বর্ষের ছাত্রদের ডেকে তাদের প্রতি দুর্ব্যবহার করেছে। তবে অভিযোগকারী যেমন নিজের নাম জানায়নি তেমনই কারও নাম ধরে অভিযোগ করেনি। কেবলমাত্র সিনিয়র দাদাদের একাংশের প্রতি অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে চিঠিটি পাঠানো হয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে।
চিঠির কপি পাওয়ার পরই দফায়-দফায় ম্যারাথন বৈঠক করে কলেজের অ্যান্টি ব়্যাগিং কমিটি। পালা করে ডেকে পাঠানো হয় প্রথম বর্ষ, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রদের। সবারই কাছে জানতে চাওয়া হয় এরকম কিছু ঘটেছে কি না। কেউই অবশ্য ঘটনার কথা স্বীকার করেনি। অ্যান্টি র্যাগিং কমিটির জনৈক সদস্য জানিয়েছেন, যে ছাত্রটি অভিযোগ করেছে সে নিজেও অভিযোগপত্রে স্বীকার করেছে যে সে ঘটনার দিন উপস্থিত ছিল না। এমনকী, কমিটির সামনে আসা প্রথম বর্ষের কোনও ছাত্র এধরনের কোনও দুর্ব্যবহার অভিযোগের কথা স্বীকার করেনি। সিনিয়র ছাত্ররা জানিয়েছে যে সামনেই কলেজের প্রতিষ্ঠা দিবস, ফেস্ট ও নবীন বরণ উৎসব আছে। সেসব বিষয় নিয়েই হস্টেলের ছাদে মিটিং ডাকা হয়েছিল। কমিটির সদস্যদের উপস্থিতিতে হাজির ছাত্রদের লিখিত বয়ান নেওয়ার পাশাপাশি তাঁদের বক্তব্যের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। খুব শীঘ্রই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে দিল্লির সংশ্লিষ্ট বিভাগে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.