Advertisement
Advertisement

ভাঙড়কে শান্ত করতে ঢুকল ব়্যাফ, কমব্যাট ফোর্স

রুট মার্চ করে ‘হ্যান্ড মাইক’-এ ঘোষণা করা হল, “আপনাদের ভয়ের কারণ নেই৷”

RAF, Combat Force deployed in turbulent Bhangar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 10:44 am
  • Updated:January 25, 2017 10:44 am  

স্টাফ রিপোর্টার: অশান্ত ভাঙড়কে স্বাভাবিক করতে এলাকায় ঢুকল পুলিশ৷ বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরির নেতৃত্বে বাহিনী ঢোকে মাঝিডাঙায়৷ সঙ্গে ছিল ব়্যাফ ও কমব্যাট ফোর্স৷ রুট মার্চ করে ‘হ্যান্ড মাইক’-এ ঘোষণা করা হয়, “আপনাদের ভয়ের কারণ নেই৷ আমরা এলাকায় আইন প্রতিষ্ঠিত করতে এসেছি৷ সবাই নিরাপদে থাকুন৷ কোনও প্ররোচনায় পা না দিয়ে পুলিশকে সাহায্য করুন৷”

শহরের জনবহুল এলাকায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন

Advertisement

16326843_1333749966699961_758541089_oপুলিশ আসায় ভাঙড়ের পরিস্থিতি ক্রমশ শান্ত হচ্ছে৷ জনজীবন ক্রমশ স্বাভাবিক হচ্ছে৷ এদিন ভোরে মাঝিডাঙায় নকশালরা রাস্তা কেটে দেয়৷ কিন্তু গ্রামবাসীরা সকালে তা দেখে বিরক্ত হন৷ স্থানীয়রা রাস্তার কাটা জায়গায় মাটি ফেলে ঠিক করে দেন৷ স্থানীয়রাই পুলিশকে খবর পাঠান৷ সকালে বেশ কয়েকজন আইপিএস-সহ বিরাট পুলিশ বাহিনী ভাঙড়ে ঢোকে৷ স্কুল-কলেজের পড়ুয়াদেরও বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নকশালরা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে৷ গ্রামে গ্রামে গিয়ে নকশালরা আন্দোলন জারি রাখার কথা বোঝানোর চেষ্টা করছে৷ কিন্তু গ্রামবাসীদের বক্তব্য, পাওয়ার গ্রিড হবে না বলে ঘোষণা করেছে সরকার৷ তারপরেও কার বিরু‌দ্ধে আন্দোলন? কীসের আন্দোলন? মাঝিডাঙার এক বাসিন্দার কথায়, আন্দোলনের ফলে স্থানীয়দেরই ক্ষতি হচ্ছে৷ উল্লেখ্য, মঙ্গলবার এলাকায় শান্তি মিছিলও করেছে তৃণমূল৷

শিশু লোপাট-শ্লীলতাহানির গুজব ছড়াচ্ছে রাজ্যে, সতর্কবার্তা পুলিশের

গত ১৭ জানুয়ারি অগ্নিগর্ভ হয় ভাঙড়৷ প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছিল, বিদ্যুতের সাবস্টেশন গড়া হবে না৷ তা সত্বেও নকশালদের প্ররোচনায় পরিকল্পত হামলা চালানো হয় পুলিশকে লক্ষ্য করে৷ ভাঙচুর হয় পুলিশের গাড়ি৷ ইটবৃষ্টি, গুলি, আগুনে রণক্ষেত্রের চেহারা নেয় পোলেরহাট৷ গুলিতে প্রাণ হারান দুই যুবক৷ তাঁদের নাম মফিজুল আলি খান (২২) এবং আলমগির মোল্লা (২১)৷ দু’জনই ভাঙড়ের বাসিন্দা৷ ২৫ জন পুলিশ জখম হয়েছিলেন হামলায়৷ প্রশাসন সূত্রে খবর, ভাঙড়ের ঘটনা রীতিমতো পরিকল্পিত৷ এর পিছনে মাওবাদীদের যথেষ্ট ভূমিকার তথ্যও পেয়েছে গোয়েন্দা পুলিশ৷ একইসঙ্গে অভিযোগ উঠেছে, উন্নয়নে বাধা সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ এদিন সকাল থেকেই মাছিডাঙা, কামারপাড়া ও খামারাইট এলাকায় পুলিশ টহল দেয়৷ যে সাত-আটটি পুলিশের গাড়ি ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তাও তোলা হয়৷

পর্নস্টারের সঙ্গে রবীন্দ্রনাথকে জড়িয়ে বিশ্রী রসিকতা নেটদুনিয়ায়

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement