Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

‘রাতে শুতে পারলে আরও মজা লাগে’, ভোট প্রচারে ট্রেনে উঠে নস্ট্যালজিক রচনা

এদিন ব্যান্ডেল থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত প্রচার করেন ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী।

Rachna Banerjee's vote campaign in local train before ok Sabha Election 2024
Published by: Suparna Majumder
  • Posted:May 11, 2024 1:18 pm
  • Updated:May 11, 2024 8:13 pm

সুমন করাতি, হুগলি: জলে, স্থলে, লোকাল ট্রেনে, ভোট প্রচারে কোনও জায়গাই বাদ রাখছেন না রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। শনিবার সকাল সকাল হুগলির তৃণমূল প্রার্থী পৌঁছে গিয়েছিলেন ব্যান্ডেল স্টেশনে। দেখা করেন নিত্যযাত্রীদের সঙ্গে। জানান কেন ট্রেনযাত্রা তাঁর খুব প্রিয়।

Rachna-1

Advertisement

এদিন হলুদ শাড়ি পরে ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যান রচনা। স্টেশন থেকেই শুরু করে দেন প্রচার। বিভিন্ন কামরায় গিয়ে যাত্রীদের সঙ্গে দেখা করেন। মেটান সেলফির আবদার। ট্রেন চলার আগে উঠে পড়েন কম্পার্টমেন্টে। সেখানেও সকলের উদ্দেশ্যে হাত দেখান। ব্যান্ডেল থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত যান ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং হুগলি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

[আরও পড়ুন: ‘অযোগ্য’র পর ফের কৌশিকের ছবিতে ঋতুপর্ণা-প্রসেনজিৎ! কোন চরিত্রে দেখা যাবে জুটিকে?]

প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, “প্রায় ৪০-৪৫ দিন হয়ে গেল কাজ করছি। সব সময় তো পথে ঘুরছি, ইচ্ছে ছিল একটু ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করি। আমি যখন প্রচারে যাই, যাঁরা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় কাজ করতে যান তাঁরা সবসময় আমার সভায় বা রোড শোতে আসতে পারেন না। আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর। তাই জন্য ভাবলাম আজ ট্রেন সফর করব। যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম, ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম।”

ভেন্ডারদের কামরাতেও গিয়েছিলেন রচনা। তাঁদের সঙ্গে কথা বলেন। হাতে বহুদিন পরে টিকিট পেয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। বলেন, “হাতে টিকিট কত দিন পরে দেখলাম। আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে। আমি খুব ভালোবাসি। ট্রেনযাত্রা আমার খুব প্রিয় যাত্রা। রাত্রিবেলা শুতে পারলে আরও বেশি মজা লাগে।” রচনার মতে হুগলি জেলা ‘হট সিট’। তাই সবাই এসে প্রচার করছেন। জেতার পর অনেক কিছু করার আশ্বাসও দেন তিনি।

[আরও পড়ুন: ফেলুদার সম্মোহনের শক্তিতে বাজিমাত করল ‘নয়ন রহস্য’, পড়ুন রিভিউ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement